Bhuban Babur Smart Phone: হোয়াটসঅ্যাপকে 'হ্যান্ডস আপ', স্মার্টফোন ব্যবহারে আপত্তি, মজার মোড়কে বাস্তব গল্প
Bhuban Babur Smart Phone: এই সব গল্প যেন খুব চেনা, প্রত্যেক ঘরেই যেন রয়েছেন ভুবনবাবুর মতো কোনও না কোনও মানুষ।
কলকাতা: একটা ফোন আর সেই থেকেই শুরু যত বিপত্তি। স্মার্টফোন (Smart Phone), টাচস্ক্রিন (Touch Screen), হোয়াটসঅ্যাপ (Whatsapp), কিছুই মাথায় ঢোকে না ভুবনবাবুর। কিন্তু নতুন বসের হুকুমে স্মার্টফোন ব্যবহার করে স্মার্ট হতেই হবে। অতঃপর স্মার্টফোন কিনে ফেললেন ভুবনবাবু। কিন্তু তাতেও বিপত্তি, কখনও হোয়াটসঅ্যাপকে 'হ্যান্ডস আপ' (Hands Up) বলে মানুষকে চমকে দেন, কখনও আবার ফোন কানে দেন ঠিকই, তবে উল্টো করে। এই সব গল্প যেন খুব চেনা, প্রত্যেক ঘরেই যেন রয়েছেন ভুবনবাবুর মতো কোনও না কোনও মানুষ। ঠিক তেমনই এক গল্প নিয়ে মুক্তি পেল নতুন ছবি 'ভুবনবাবুর স্মার্টফোন' (Bhuban Babur Smart Phone) ছবির ট্রেলার।
ছবিটির পরিচালনা করছেন প্রণবেশ চন্দ্র ও শান্তনু বসু (Pranabesh Chandra and Santanu Basu)। প্রযোজনা সংস্থার নাম চন্দ্রকোণ (Chandracon)। ছবিটি নিবেদন করছে মোজোপ্লেক্স (Mojoplex)। ছবির নামভূমিকায় অভিনয় করছেন চিন্তা মুখোপাধ্যায় (Chinta Mukhopadhyay)। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukhopadhyay), ইশান মজুমদার (Ishan Mazumder), সিদ্ধার্থ ঘোষ (Siddhartha Ghosh), চন্দ্রনীভ মুখোপাধ্যায় (Chandraniv Mukhopadhyay), পত্রালী চট্টোপাধ্যায় (Patrali Chattopadhyay), চন্দ্রা চট্টোপাধ্যায় (Chanda Chattopadhyay), দেবরঞ্জন নাগ (Debranjan Nag) ও সন্দীপ দে (Sandip Dey)।
আরও পড়ুন: Tiasha's Birthday: গোলাপি ঝলমলে পোশাক, রেড ভেলভেট কেক, তিয়াসার জন্মদিন জমজমাট
ছবিতে আর্ট ডিরেকটর হিসেবে কাজ করেচছেন উজ্জ্বল সরকার। কালারিস্ট পিভি মণি কুমার। স্টাইলিং করেছেন শাশ্বতী এবং মন্দ্রিতা, মুম্বইয়ের ভিএফএক্স স্টুডিয়োয় কাজ হয়েছে। ছবির নেপথ্য সঙ্গীতের দায়িত্বে ছিলেন দিশারী চক্রবর্তী, গান লিখেছেন প্রণবেশ চন্দ্র, গান গেয়েছেন উপল সেনগুপ্ত। ছবির সম্পাদনা প্রণবেশের। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শান্তনু বসু। সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
ছবির নামভূমিকায় অভিনয় করছেন চিন্তা মুখোপাধ্যায়। তাঁর জীবন বদলে দেয় তাঁর অফিসে নতুন আসা অল্পবয়সী কর্মী রাতুল সরকার। ভুবনবাবুকে একটি মোবাইল কিনতে বাধ্য করে সে। নাহলে যে চাকরিও হাতারে পারেন ভুবনবাবু, সেই ভয়ও দেখানো হয়। কিন্তু জীবন সহজে হাতের মুঠোয় এনে দেওয়া সেই মুঠোফোন, ভুবনবাবুর জীবন সহজ করার ফলে বয়ে আনে এক রাশ অশান্তি। আর সেই অশান্তি কয়েক গুণ বৃদ্ধি পায় যখন ভুবনবাবুর বাড়িতে আসে এক চোর। তার পরে? এর পরের গল্প জানা যাবে বড়পর্দায়।