Bonbibi: পাথরে অধিষ্ঠিত রহস্যময়ী নারীমূর্তি, মুক্তি পেল 'বনবিবি'-র প্রথম পোস্টার
মুক্তি পেল 'বনবিবি' (Bonbibi) ছবির প্রথম টিজার পোস্টার। এর আগেই অবশ্য মুক্তি পেয়েছিল 'বনবিবি' রূপে পার্নো মিত্রের (Parno Mitra) লুক। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনিই।
কলকাতা: হয় মধু সংগ্রহ আর না হয় মাছ। সুন্দরবনের জীবিকা মধ্যে এই দুইই প্রধান। কিন্তু এই দুই জীবিকার মানুষদেরই পদে পদে জড়িয়ে রয়েছে বিপদ। এই অঞ্চলের মানুষের কাছে পুজিত হন নারীশক্তি। বনবিবি। বিশ্বাস, এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলে তিনি জেলে ও মৌয়ালদের সুরক্ষিত রাখেন। হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। সেই প্রচলিত লোককথাকেই সিনেমার পর্দায় তুলে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ। ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)।
মুক্তি পেল 'বনবিবি' (Bonbibi) ছবির প্রথম টিজার পোস্টার। এর আগেই অবশ্য মুক্তি পেয়েছিল 'বনবিবি' রূপে পার্নো মিত্রের (Parno Mitra) লুক। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনিই। ছবিতে তাঁর চরিত্রের নাম রেশম। আজ সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন রানা। সেখানে স্পষ্ট হয় কারও মুখ। কেবল বোঝা যাচ্ছে, জঙ্গলের মধ্যে পাথরের ওপর বসে রয়েছেন এক নারীমূর্তি। তাঁর মাথায় মুকুট। খোলা চুলের পিছন থেকে ঠিকরে বেরোচ্ছে জ্যোতি। লাল পাড়ি সাদা শাড়ি ও পায়ের আলতায় সেই নারীমূর্তি যেন রহস্যময়ী।
'বনবিবি'-র গল্প
ছবিতে পার্নো একজন বিধবা, থুড়ি ‘বাঘ-বিধবা’। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, বছর তিনেক আগে জীবিকার কাজেই বাইরে গিয়েছিলেন পার্নো ওরফে রেশম -এর স্বামী। আর ফেরেননি। শোনা যায়, তাঁর স্বামীকে বাঘে নিয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সুন্দরবন এলাকাতেই যে গাইডের কাজ করেন রেশম। যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে আসে, তাঁদের সুন্দরবন ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখানোই তাঁর কাজ। গল্পে রেশমের জীবনে যেমন সংগ্রাম রয়েছে, তেমন রয়েছে প্রেমও। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার।
আরও পড়ুন: কারপুল ড্রাইভারের বিরুদ্ধে শিশুকে হেনস্থার অভিযোগ, বাস্তবের ঘটনাকে পর্দায় আনবে 'কলকাতার হ্যারি'
বনবিবির যাত্রাপালায় বেশ কিছু গান ব্যবহার করা হত। ছবির মিউজিকেও তাই থাকছে চমক। 'বনবিবি'-র সুরের দায়িত্বে রয়েছেন সৌম্যদীপ শিকদার। তিনি নিজেও এই ছবিতে গান গাইবেন। এছাড়াও সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ীর মতো শিল্পীদেরও গান থাকবে ছবিতে।