Top Social Post: কীভাবে কাটছে কাঞ্চন-শ্রীময়ীর ব্যক্তিগত সময়? শাহরুখের ঘন চুলের 'সিক্রেট' কী? আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
![Top Social Post: কীভাবে কাটছে কাঞ্চন-শ্রীময়ীর ব্যক্তিগত সময়? শাহরুখের ঘন চুলের 'সিক্রেট' কী? আজকের 'সোশ্যালে সেরা' entertainment news Sreemoyee posts pictures with Kanchan Mallick Shah Rukh Khan Reveals his hair secret top social posts Top Social Post: কীভাবে কাটছে কাঞ্চন-শ্রীময়ীর ব্যক্তিগত সময়? শাহরুখের ঘন চুলের 'সিক্রেট' কী? আজকের 'সোশ্যালে সেরা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/c6366813235f26ca3892a7a4e6ecb4aa1700763365913229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
ব্যক্তিগত সময় কীভাবে কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী?
সিনেমার পার্টি থেকে শুরু করে পুজো বাড়ি... প্রায় সবসময়েই পাশাপাশি দেখা যায় অভিনেত্রী ও বিধায়ককে। কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সদ্য জগদ্ধাত্রী পুজোতেও একসঙ্গে দেখা গেল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছেন তাঁরা। কালীপুজোর সময় নিজের বাড়িতেই পুজোর আয়োজন করেছিলেন কাঞ্চন। সেখানে তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে হাজির ছিলেন শ্রীময়ীও। কাঞ্চনের বাড়ির সেই পুজোর গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না... সবই সামলেছেন শ্রীময়ী। আর এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বাড়ির জগদ্ধাত্রী পূজোয় হাজির ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর পরে, ইন্দ্রাণী দত্তর বাড়ির পুজোতেও গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে শেয়ার করে নিয়েছিলেন ছবি। সম্পর্কে সিলমোহর না দিলেও সবসময়েই পাশাপাশি দেখা যায় কাঞ্চন ও শ্রীময়ীকে। জনসমক্ষে একসঙ্গে আসতে কখনোই দ্বিধাবোধ করেননি তাঁরা। অন্যদিকে, কাঞ্চন ও তাঁর স্ত্রীর বিচ্ছেদের মামলাও কোর্টের বিচারাধীন।
View this post on Instagram
নিজের ঘন-কালো চুলের 'সিক্রেট' ফাঁস শাহরুখের
এক বছরে একের পর এক, তিন তিনটি ছবি। প্রথম দুটো বক্স অফিসে ঝড় তুলেছে। এবার অপেক্ষা তৃতীয় ছবির। এতক্ষণে পরিষ্কার, কথা হচ্ছে বলিউডের কিং খানকে (King Khan) নিয়ে। ২১ ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি' (Dunki)। রাজকুমার হিরানির সঙ্গে তাঁর প্রথম ছবি, ফলে উত্তেজনার পারদ আরও ওপরে। তবে এত ব্যস্ততার ফাঁকেও মাঝেমাঝেই তিনি 'এক্স'-এ (X) হাজির হন তাঁর মজার 'আস্ক এসআরকে' (Ask SRK) সেশন নিয়ে। বুধবারও তেমনই চলল প্রশ্নোত্তর পর্ব অনুরাগীদের সঙ্গে। সেখানেই জানালেন তাঁর ঝলমলে সুন্দর চুলের নেপথ্য কাহিনি। বয়স বাড়লেও তাঁর কাছে 'এজ ইজ জাস্ট এ নাম্বার'। ৫৮ পেরিয়েও তিনি আজও বলিউডের রোম্যান্টিক কিং। যে গান মুক্তি পেয়েছে 'লুট পুট গয়া', তাতেও শাহরুখকে ফের প্রেমে পড়তে দেখছে দর্শক। এখনও তাঁর গালে টোল, ঘন কালো চুলে মন হারান মহিলা মহল। কিন্তু এই বয়সেও কীভাবে এই ঝলমলে চুল রেখেছেন? অনেকের মনের প্রশ্ন করে ফেলেন এক অনুরাগী। এদিনের প্রশ্নোত্তর পর্বে এক ফ্যান প্রশ্ন করেন, 'আপনার এই ঘন অগোছালো চুলের রাজ কী?' এর উত্তরে তিনি জানালেন তাঁর চুলের যত্নের সিক্রেট। লেখেন, 'আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি মাখি চুলে'।
Aamla, Bhringraaj aur Methi lagata hoon!!! #Dunki https://t.co/YwWHCArjvE
— Shah Rukh Khan (@iamsrk) November 22, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)