এক্সপ্লোর

Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বলিউড থেকে টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। চোখ বুলিয়ে নিন বিনোদনের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: বলিউড থেকে টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। চোখ বুলিয়ে নিন বিনোদনের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

'একাধিকবার সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েও পাস করতে পারিনি', অকপট অমিতাভ বচ্চন-

সম্প্রতি শো সঞ্চালনা করার সময় নিজের ব্যক্তিগত জীবনে ব্যর্থতার কথা তুলে ধরেন অমিতাভ। 'বলিউডের শাহেনশা' -র যাত্রাপথ নেহাত সহজ ছিল না। বারংবার ব্যর্থও হয়েছেন তিনি। সদ্য অমিতাভ জানিয়েছেন, তিনি একাধিকবার সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হন তিনি। সদ্য় কেবিসি-র হটসিটে বসেছিলেন মধ্যপ্রদেশের ডেপুটি কালেক্টর সম্পদ স্বরূপ গুর্জর। সেই এপিসোডেই নিজের ব্যর্থতার কথা প্রকাশ্যে আনেন অমিতাভ।  এই শো-তে অমিতাভ বলেন, এই শো-এর জন্য তিনি এমন অনেকের সঙ্গেই দেখা করেছেন, যাঁরা সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অমিতাভ বলছেন, 'সিভিল সার্ভিসের পরীক্ষা আমার কাছে বেশ শক্ত বলেই মনে হয়েছে। আমি একাধিকবার এই পরীক্ষা দিয়েছি কলেজের পর। কিন্তু প্রতিবারই ফেল হয়েছি।'

রাজু শ্রীবাস্তবের স্ত্রীর সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস নরেন্দ্র মোদির-

আজ, শুক্রবার রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। খবর নেন অভিনেতার স্বাস্থ্যের। প্রয়োজন হলে তাঁকে সাহায্যের আশ্বাসও দেন। অন্যদিকে অভিনেতার কন্যা অন্তরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি হয়নি। অভিনেতার স্বাস্থ্যের খেয়াল রাখতে তৈরি করা হয়েছে মেডিক্যাল টিম। আশা করা যায়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন অভিনেতা। তাঁর জন্য প্রার্থনা করছেন অনুরাগী থেকে শুরু করে তাঁর পরিবারে সবাই । অভিনেতার সঙ্গে সর্বক্ষণ আইসিইউতেই রয়েছেন তাঁর স্ত্রী।

শাঁখা পলা দিয়ে দিতিপ্রিয়াকে বিয়ের প্রস্তাব দিব্যজ্যোতির-

আজ এসভিএফ মিউজিক (SVF Music)-এর তরফ থেকে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও 'দেখেছি রূপসাগরে' (Dekhechi Rupsagore)। গোটা গানে ফুটিয়ে দেখা হয়েছে বয়সকালে এসে ফিরে দেখা কিশোর বয়সের এক না হওয়া প্রেমের গল্প। প্রথম দেখা, চোরা চাহনি, বাড়ি থেকে লুকিয়ে আলাপ এবং অবশেষে প্রেম নিবেদন। কিন্তু পর্দায় সফল হয় না এই প্রেম। অন্য অনেক প্রেমের গল্পের মতোই বাড়ির চাপে হারিয়ে যায় শরৎপল্লী গ্রামের এক প্রেমের গল্প। কিন্তু কিশোর বয়সে সেই শাঁখা-পলা দিয়ে প্রেম নিবেদন করা এবং তারপর বাবার ভেঙে দেওয়া সেই শাঁখা-পলাই যত্নে রেখেছিলেন দিতিপ্রিয়ার চরিত্রটি। সেখানে তাঁর চরিত্রের নাম দুর্গা। বয়সকালে গ্রামে ফিরে পুরনো স্মৃতিমাখা পুকুরের জলে ভাসিয়ে দেন সেই ভাঙা শাঁখা-পলা। 

এক বছর পার, 'শেরশাহ'-র সুখস্মৃতি ফিরে দেখলেন সিদ্ধার্থ-কিয়ারা-

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ দুজনেই। সেখানে লেখা আছে, একটা বছর, একটা সিনেমা, একটা গল্প যেটা সবাইকে উদ্বুদ্ধ করে। আপনার সবার ভালোবাসা আর সমর্থন এই ছবিটা নিয়ে সমস্ত উত্তর দিয়ে দিয়েছে। 'শেরশাহ'-র এক বছর। 'ইয়ে দিল মাঙ্গে মোর' (এই মন আরও চায়)। 

আরও পড়ুন - Dharmajuddha: 'ধর্মযুদ্ধ' দেখে এসে প্রতিক্রিয়া দিলেন অঙ্কুশ, ছবিটা দেখে কী আফশোস হচ্ছে তাঁর?

সাত বন্ধুর জীবনের ওঠাপড়া-ভাঙাগড়া নিয়ে আসছে 'ব্রাদার'-

সেলুলয়েডে এবার সাত বন্ধুর গল্প (story of seven friends) নিয়ে আসতে চলেছেন পরিচালক সঞ্জয় বর্ধন (Sanjoy Bardhan)। ছবির নাম 'ব্রাদার' (Brother)। স্কুল ড্রামা (School Drama) ঘরানার এই ছবিতে দেখা যাবে এক বিশেষ নাট্যব্যক্তিত্বকে। কী এই ছবির মূল গল্প। আর কাদের দেখা যাবে অভিনয়ে? সঞ্জয় বর্ধনের পরিচালনায়, অনুপম জোয়ারদার প্রোডাকশন পূর্ব ফিল্মস প্রযোজিত, ডা. মনোজ কুমার নিবেদিত স্কুল ড্রামা ঘরানার ছবি 'ব্রাদার' মুক্তির অপেক্ষায়। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব সামলেছেন সঞ্জয় বর্ধন। 

এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'?

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রক্ষা বন্ধন' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, এই ছবি প্রথমদিন ব্যবসা করেছে ৮.২০ কোটি টাকার। তাঁরা আশা করছেন, শনিবার ও রবিবার এই ছবি আরও ভালো ব্যবসা করবে বলে। প্রসঙ্গত, 'রক্ষা বন্ধন' এই বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের তৃতীয় ছবি। প্রথম দুটি ছবি অর্থাৎ, 'বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। 'বচ্চন পাণ্ডে' প্রথমদিন ব্যবসা করেছিল ১৩.২৫ কোটি টাকার। অন্যদিকে, 'সম্রাট পৃথ্বীরাজ' প্রথমদিন ব্যবসা করেছিল ১০.৭ কোটি টাকার। সেদিক থেকে দেখতে গেলে আরও কম ব্যবসা দিয়ে শুরু করল 'রক্ষা বন্ধন'। 

প্রত্যাশামতো কি প্রথমদিন ব্যবসা করতে পারল আমির খানের 'লাল সিং চাড্ডা'?

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা'র প্রথমদিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, এই ছবি মুক্তির দিন ব্যবসা করেছে ১২ কোটি টাকার। যদিও প্রথমদিনের বক্স অফিস কালেকশনকে কিছুটা কম বলেই জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। তাঁদের প্রত্যাশা আরও বেশি ছিল এই ছবিকে কেন্দ্র করে। আবার বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, গত ১৩ বছরে 'লাল সিং চাড্ডা'র প্রথমদিনের বক্স অফিস কালেকশনের হিসেবে আমির খানের কেরিয়ারের সবথেকে কম ব্যবসা করা ছবি। এমনকি, আমির খান, অমিতাভ বচ্চন অভিনীত 'ঠগস অফ হিন্দুস্তান', যে ছবিকে অভিনেতার কেরিয়ারের সবথেকে ব্যর্থ ছবি হিসেবে ধরা হয়, সেটিই প্রথম দিন ব্যবসা করে ৫২ কোটি টাকার। এখন সকলেই তাকিয়ে রয়েছেন শনিবার ও রবিবারের ব্যবসার দিকে। 

রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'তে শাহরুখ খানের লুক ফাঁস-

সম্প্রতি শাহরুখ খানের ফ্যান পেজের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে নেট মাধ্যমে। যেখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে কিং খানকে। একটি ছবিতে তিনি একেবারে স্বমহিমায়। দু হাত দুদিকে ছড়িয়ে এক হাঁটু মুড়ে বসে রয়েছেন শাহরুখ। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, এটি 'ব্রহ্মাস্ত্র' ছবিরই শাহরুখের লুক। ভগবান হনুমানের থেকেই অনুপ্রাণিত হয়ে এই লুক তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

মুক্তির অপেক্ষায় 'ভাগাড়', প্রকাশ্যে ভিন্ন ধারার চরিত্রে রজতাভ দত্তের প্রথম লুক-

আগেই দ্বৈত সত্ত্বার চরিত্র পরেশের লুক প্রকাশ পেয়েছে। এবার প্রকাশ্যে এল রজতাভ দত্ত (Rajatava Dutta) অভিনীত জাল বেবিফুড ফ্যাক্টরির মালিক ইকবাল শাহেরিয়ার লুক। নাকি রয়েছে তার আরও কোনও পরিচয়? লুকের অপরভাগে তিনি পুরোদস্তুর চমকে দেওয়ার মতো ইদ্রিশ আলি? 

'ধর্মযুদ্ধ' দেখে এসে প্রতিক্রিয়া দিলেন অঙ্কুশ-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা বেশ দীর্ঘ একটি পোস্ট করেছেন। পোস্টটি 'ধর্মযুদ্ধ' দেখে আসার পর তাঁর প্রতিক্রিয়া। এক কথায় ছবির রিভিউ লিখেছেন তিনি। অঙ্কুশ লিখছেন, 'ধর্মযুদ্ধ রিভিউ- ছবিটা দেখে এলাম। নিজের ভালোলাগাটা কীভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আমার দেখা সেরা বাংলা ছবির মধ্যে একটা। আমার দেখা সেরা কিছু অভিনয়। প্রত্যেকে অসাধারণ। স্বাতীলেখা দিকে অভিনয়ের দেবী বললে ভুল বলা হবে না। সত্যিই ওনাকে খুব মিস করব। শুভশ্রী, সোহম, ঋত্বিক, পার্ণো, কৌশিক, সপ্তর্ষী, সবার অভিনয় অসাধারণ, অনবদ্য বললেও কম বলা হবে। সত্য়িই একটা গর্ব করার মতো বাংলা ছবি। এবার আসি রাজ দা-র কথায়। সত্যি বলতে বাংলা ছবিতে আমরা খুব বেশি বাজেট পাই না। যতটুকু পাওয়া যায়, তাই দিয়ে কীভাবে একটা বড় পর্দার যোগ্য ছবি বানাতে হয়, সেটা রাজ চক্রবর্তী খুব ভালো করে জানেন। আর আর্টিস্টদের থেকে কীভাবে তার বেস্ট টুকু বের করতে হয়, সেটাও খুব ভালো করে জানেন। আমাকেও দর্শক একজন 'অভিনেতা'র ট্যাগটা 'কানামাছি'র পরই দিয়েছিলো। আর সেখানে সব থেকে বড় অবদান রাজ চক্রবর্তীর। সৌমিক হালদারের ক্যামেরার কাজ, ওনার ফ্রেমিং মুগ্ধ করবেই।'

মুখ্যমন্ত্রীর অনুরোধে অসম সফর পিছিয়ে দিলেন আমির খান-

বহু প্রতীক্ষার পর গতকাল, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan) অভিনীত 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। এর মধ্যেই অসমে (Assam) যাওয়ার কথা ছিল আমিরের। তবে সেই সফর পিছিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Assam Chief Minister Himanta Biswa Sarma) অনুরোধে সফর পিছিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের পর পর্যন্ত। স্বাধীনতা দিবসের থেকে 'ফোকাস' যাতে সরে না যায় সেই কারণে আমিরস খানকে অসম সফর পিছোতে অনুরোধ করা হয়েছে বলে খবর সূত্রের। 

রণবীর সিংহকে মুম্বই পুলিশের তলব-

ন্যুড ফটোশ্যুটের (Nude Photoshoot) অভিযোগে দায়ের হওয়া মামলায় রণবীর সিংহকে (Ranveer Singh) জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ (Mumbai Police)। এদিন রণবীর সিংহ বাড়িতে না থাকায় তাঁর হাতে নোটিস (Notice) দিতে পারেননি পুলিশ কর্মীরা। ২২ অগাস্ট রণবীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
ISKCON On Chinmoy Krishna Das : 'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
Adani Group: ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০%  ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০% ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
Stock Market Today: বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার, অশান্ত বাংলাদেশ, চট্টগ্রামে ধরপাকড়TMC News: মেটিয়াবুরুজে বেআইনি বাড়ি ভাঙতে কাউন্সিলরেরই বাধা !TMC News: একের পর এক বিতর্কিত মন্তব্যের জের, হুমায়ুন কবীরকে শো কজ তৃণমূলেরTMC News: গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন 'কালীঘাটের কাকু'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
ISKCON On Chinmoy Krishna Das : 'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
Adani Group: ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০%  ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০% ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
Stock Market Today: বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
Bangladesh ISKCON Ban Plea: 'ধর্মীয় মৌলবাদী সংস্থা' বলে উল্লেখ, বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করতে আবেদন আদালতে
'ধর্মীয় মৌলবাদী সংস্থা' বলে উল্লেখ, বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করতে আবেদন আদালতে
Train Accident: কবের মধ্যে সারা দেশের রেলে বসবে কবচ সুরক্ষা সিস্টেম, এই জবাব দিলেন রেলমন্ত্রী 
কবের মধ্যে সারা দেশের রেলে বসবে কবচ সুরক্ষা সিস্টেম, এই জবাব দিলেন রেলমন্ত্রী 
Bangladesh Hindu monk arrest : 'অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি...' হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারতের বার্তায় কী জানাল বাংলাদেশ?
'অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি...' হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারতের বার্তায় কী জানাল বাংলাদেশ?
Parliament Winter Session: 'আদানিকে গ্রেফতার করা উচিত, সরকার ওঁকে বাঁচাচ্ছে', বললেন রাহুল, হই-হট্টগোলে মুলতবি সংসদের অধিবেশন
'আদানিকে গ্রেফতার করা উচিত, সরকার ওঁকে বাঁচাচ্ছে', বললেন রাহুল, হই-হট্টগোলে মুলতবি সংসদের অধিবেশন
Embed widget