এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। আজকের সেরা বিনোদনের খবরগুলিতে চোখ বুলিয়ে নিন (Top Entertainment News Today)।

কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। আজকের সেরা বিনোদনের খবরগুলিতে চোখ বুলিয়ে নিন (Top Entertainment News Today)।

শ্যুটিং চলছে, হঠাৎ অন্যমনস্ক হয়ে সংলাপ ভুললেন কোয়েল, তারপর?

'মন মানে না'-র নায়ক ছিলেন দেব। কোয়েল বলছেন, 'একটা দৃশ্য ছিল যেখানে দেব বাসে উঠে ঝগড়া করছে সিট নিয়ে। আর আমি চুপি চুপি পেছন দিক থেকে বাসে উঠে দেবের সিটেই বসছি। বাইরে থেকে আমি কিছুই শুনতে পাচ্ছি না যে বাসের ভিতর কি কথা চলছে। আমি খুব মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করছি। শেষমেষ বাসে উঠে বসেও পড়লাম। কিন্তু তার পরেই গন্ডোগোল। বাসে উঠেই আমি অন্যমনস্ক হয়ে পড়লাম হঠাৎ। বিভোর হয়ে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে। একটা খুব লম্বা সিকোয়েন্স শ্যুট চলছে তখন। আমায় পরিচালক বার বার ডাকছেন, কিন্তু আমার কোনও হুঁশই নেই। হাততালি, চিৎকার সব ব্যর্থ। আমি তখন কিউই ভুলে গিয়েছি। শেষমেশ হঠাৎ হুঁশ ফিরল আমার, তখন সংলাপ বললাম। পরিচালক বললেন, আর একটু হলেই নষ্ট হত শটটা।'

'লক্ষ্মী ছেলে'-কে নিয়ে শিকড়ে ফিরলেন কৌশিক-

একসময় এই স্কুলেরই ছাত্র ছিলেন তিনি। যে বৃক্ষের আজ টলিউডে শক্ত শিকড়, সেই চারাগাছ বেড়ে উঠেছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেই। আর এখন, নিজের তৈরি ছবি নিয়ে শিকড়েই কাছে ফিরে গেলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। নতুন ছবি 'লক্ষ্মী ছেলে' দেখানো হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। মঞ্চে হাজির রইলেন পরিচালক স্বয়ং আর ছবির নায়ক উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। ছবি শেষ হতেই মাইক হাতে মঞ্চে নিজের বক্তব্য রাখলেন কৌশিক। বক্তব্যে উঠে এল ছবির বিষয় থেকে শুরু করে আজও কুসংস্কার ও বিজ্ঞানের লড়াই। হাজির ছিলেন কমবেশি ১৪০০ ছাত্র। 'লক্ষ্মী ছেলে'-র গল্প মন ছুঁয়ে গেল সবারই। 

মহালয়ার ভোরে 'দুর্গা' শুভশ্রী-

এই বছর, একটি প্রথম সারির চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে । টলিউডের এই মুহূর্তের অন্যতম ব্যস্ত নায়িকা শুভশ্রী । একাধিক ছবির কাজ চলছে তাঁর। তবে এই অনুভূতি আলাদা । চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে দূর্গার সাজে শুভশ্রীর শ্যুটিংয়ের কিছু অংশ । সেই অংশ দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের । 

আরও পড়ুন - Kartik Aaryan: কার্তিক আরিয়ানের বাড়ির অন্দরমহল কতটা বিলাসবহুল দেখেছেন? ছবি পোস্ট খোদ অভিনেতার

ছুটির সকালে গোলাপি পোশাকে নজরকাড়া নুসরত, প্রশংসায় কী লিখলেন শুভশ্রী?

জীবনের অন্যতম সেরা সময়টি কাটাচ্ছেন নুসরত। একদিকে যেমন পরের পর শ্যুটিং, তেমনই কাজের ফাঁকে হামেশাই স্বামী যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-র সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নীল-গোলাপি ব্রালেট আর ফিনফিনে কাপড় কোমরে জড়িয়ে ছবি শেয়ার করেছিলেন নুসরত। সমুদ্রতীরে নুসরতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। নজর কাড়ছে নুসরতের চাবুক ফিগার। মা হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি নুসরতের। নিয়মিত শরীরচর্চা আর ডায়েটেই নুসরত আগের মতোই নজরকাড়া, লাস্যময়ী। 

৮ তারিখ ট্রেলার, প্রকাশ্যে 'বিক্রম বেদা'-র নতুন পোস্টার-

নজর কেড়েছিল টিজারেই, আর আজ নতুন পোস্টারে প্রকাশ্যে এল ট্রেলার মুক্তির দিন। ৮ তারিখ মুক্তি পাবে ঋত্বিক রোশন (Hrithik Roshan) আর সইফ আলি খান (Saif Ali Khan)-এর নতুন ছবি  'বিক্রম বেদা' (Vikram Vedha)-র ট্রেলার। আজ মুক্তি পেল 'বিক্রম বেদা'-র নতুন পোস্টারও।  চলতি বছরের আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এই সিনেমায় সইফ আলি খানের চরিত্রের নাম বিক্রম। তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের। অন্যদিকে ঋত্বিকের চরিত্র একজন গ্যাংস্টারের । তাঁর চরিত্রের নাম বেদা। এই দুই চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প।

সামান্য উন্নতি হলেও জ্বরে ভুগছেন রাজু, রয়েছে সংক্রমণের সমস্যাও-

স্বাস্থ্যের সামান্য উন্নতি রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন সামান্য জ্বরে ভুগছেন অভিনেতা। সংক্রমণের সমস্যা রয়েছে তাঁর। তবে গত ৩ দিনের থেকে যে জ্বরের সমস্যার ভুগছেন তিনি, সেটার উন্নতি হয়েছে। গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে (AIIMS) ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । গত ২৫ অগাস্ট জ্ঞান ফিরেছিল তাঁর । রাজুর শারীরিক অবস্থার এই উন্নতির খবর আশার সঞ্চার করেছিল অনুরাগীদের মনে । তবে অত্যন্ত ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । এখনও ভেন্টিনেশন থেকে বের করা যায়নি রাজুকে । 

'ব্রহ্মাস্ত্র' সফল হবে না, কেন এমন বলেছিলেন অমিতাভ বচ্চন?

বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, 'ব্রহ্মাস্ত্র'র শ্য়ুটিং চলাকালীন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাজ নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না অমিতাভ বচ্চন। একই দৃশ্য বারবার শ্যুট করার কারণে এবং শিডিউলে দেরি হওয়ার কারণে পরিচালকের উপর ক্ষুব্ধ হন বিগ বি। সূত্রের দাবি, পরিচালকের উপর অসন্তুষ্ট হয়ে কর্ণ জোহরের কাছে বিগ বি জানিয়েছিলেন যে, এভাবে চলতে থাকলে ব্রহ্মাস্ত্রর বক্স অফিস কালেকশনে কিন্তু বিপর্যয় নামবে। অভিনেতার এক ঘনিষ্ঠ ব্যক্তি এই প্রসঙ্গে বলছেন, 'অমিতাভ বচ্চন অত্যন্ত নিয়ম মেনে চলা একজন মানুষ। শিডিউলে অকারণে দেরি হওয়া এবং রি-শ্যুটের কারণে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপর খুব বেশি খুশি ছিলেন না তিনি। পরিচালকের কাজে একসময় তিনি বিরক্ত হয়ে যান। এরপর তিনি ছবির প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে কথা বলেন। তাঁকে জানান যে, কর্ণ যেন এই ছবিতে আর্থিক বিনিয়োগ করা বন্ধ করে দেন। কারণ, যেভাবে ছবির কাজ এগোচ্ছে, তাতে বিপর্যয় নামতে পারে ছবির বক্স অফিস কালেকশনে। কারণ, এটি অত্যন্ত বড় বাজেটের একটি ছবি।' যদিও বর্তমানে এমন ধারণা আর নেই অমিতাভ বচ্চনের মনে। তিনি এই ছবিকে নিয়ে অত্যন্ত আশাবাদী। ওই ব্যক্তি আরও বলেন, 'এখন অমিতাভ বচ্চন এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ, বাকি সকলের মতো তিনিও এই ছবিকে নিয়ে আশাবাদী। এই ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেক অভিনেতা পরিশ্রম করেছেন। নিজের সবটা উজাড় করে দিয়ে অভিনয় করেছেন।'

নিজের সমস্ত ছবির ব্যর্থতার জন্য কপিল শর্মাকে দায়ী করলেন অক্ষয় কুমার!

গত ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'কাটপুতলি'। এটি যদিও প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। সেই ছবিরই প্রচারে 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যেতে চলেছে অক্ষয় কুমার এবং রকুলপ্রীত সিংহকে। নেট দুনিয়ায় যে প্রোমো শেয়ার করা হয়েছে এই শোয়ের, তাতে দেখা যাচ্ছে, স্টেজে অক্ষয় এবং রকুলপ্রীতকে স্বাগত জানাচ্ছেন কপিল। আর তারপরই বলিউডের 'খিলাড়ি'র উদ্দেশে কমেডিয়ান বলছেন, 'ভাই, আপনি প্রতি জন্মদিনে কীকরে এক বছর ছোট হয়ে যাও?' কপিলের এই প্রশ্নে অক্ষয় বলেন, 'এই লোকটা আমার সমস্ত কিছুতে বড় নজর দেয়। আমার ছবিতে, টাকাপয়সায় নজর দেয়। এখন ছবি চলছে না।' দুই তারকার এই মজাদার কথপোকথনের মধ্যেই হাসির রোল ওঠে কপিল শর্মার শোয়ে।

'বরসাত' ছবিতে অক্ষয়-প্রিয়ঙ্কার অপ্রকাশিত টাইটেল ট্র্যাক মুক্তি পেল অবশেষে-

এদিন নেট দুনিয়ায় 'বরসাত' ছবির অপ্রকাশিত টাইটেল ট্র্যাক পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়াকে। নেট দুনিয়ায় ছবির অপ্রকাশিত টাইটেল ট্র্যাক মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছেন নেটিজেনরা। পর্দায় অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়ার রসায়ন নিয়ে নানা মিমও তৈরি করে ফেলেছেন তাঁরা। কোনও বিবাহিত দম্পতির সম্পর্কর সঙ্গে অক্ষয়-প্রিয়ঙ্কার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নানা মিম।

মহেশ ভট্টকে প্রশ্ন কঙ্গনার-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো। সেটি মূলত মহেশ ভট্টের বেশ কিছু ক্লিপ। ভিডিও পোস্ট করে কঙ্গনা রানাউত মহেশ ভট্টের 'আসল নাম' এবং ধর্মকে কেন্দ্র করে নানা বক্তব্যও লিখেছেন। কঙ্গনা লিখেছেন, 'আমি বলেছিলাম ওঁর (মহেশ ভট্ট) আসল নাম আসলাম। তিনি সেটি বদলে ফেলেন যখন দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানকে বিয়ে করেন। এটা তো সুন্দর একটা নাম। তাহলে কেন লুকিয়ে রাখা?' অন্য একটি ভিডিওতে কঙ্গনা লিখেছেন, 'ওঁর তো অবশ্যই নিজের আসল নাম ব্যবহার করা উচিত।' এরপর মহেশের ধর্মকে নিয়েও নানা মন্তব্য করেন কঙ্গনা।

বিপজ্জনক স্টান্টে নিজেই পারফর্ম করছেন রণবীর-আলিয়া-

সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। বিগ বাজেট এই ছবিতে ব্যাপক মাত্রায় ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তবে, তার পাশাপাশি ছবির কলাকুশলীরাও নানা বিপজ্জনক দৃশ্যে কোনও স্টান্টম্যান ছাড়াই অভিনয় করেছেন। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন কর্ণ। তাতে দেখা যাচ্ছে, বিপজ্জনক একটি দৃশ্যে অভিনয় করছেন রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং নাগার্জুনকেও। কোনও স্টান্টম্যান ছাড়াও বিপজ্জন দৃশ্যে কীভাবে অভিনয় করছেন রণবীর- আলিয়া, তা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।

সলমন খানের প্রথম বিজ্ঞাপন মনে আছে?

সম্প্রতি টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি সলমন খানের প্রথম বিজ্ঞাপনের কিছু দৃশ্যের। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া একটি নরম পানীয়র বিজ্ঞাপনে দেখা যায় ভাইজানকে। সেটিতে সলমন ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল নিশ্চল, শিরাজ মারচেন্ট, আরতী গুপ্তা, বণীশা ভ্যাজকে। আয়েশা শ্রফের পোস্ট করা ভিডিও দেখে আপ্লুত নেট নাগরিকরা। সাধারণ নেটিজেন থেকে তারকারা সেই ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনীল কপূরের স্ত্রী সুনীতা কপূর থেকে টাইগার শ্রফের প্রাক্তন প্রেমিকা দিশা পাটানি কমেন্টে ভাইজানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

অতিমারি পরিস্থিতিতে বাড়ির একমাত্র রোজগেরে কে ছিলেন? মুখ খুললেন কিং খান-

'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-এর সাম্প্রতিক সিজনের একটি এপিসোডে দেখা যাচ্ছে, কর্ণ জোহর, মাহিপ কপূর এবং গৌরী খান একে অপরের সঙ্গে কথাবার্তা বলছেন। সেখানেই কর্ণ প্রকাশ্যে আনেন করোনা অতিমারির সময় শাহরুখ খান তাঁকে কী বলেছিলেন, সেই তথ্য। কর্ণ বলছেন, 'একদিন শাহরুখ আমাকে খুব হাসিয়েছিল। ও আমায় বলেছিল, 'যখন থেকে আমরা অতিমারির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিল গৌরী। সেই সময় ওই একমাত্র টাকা রোজগার করত'। শাহরুখের এই কথার পর কর্ণ তাঁকে বলেন, 'তুমি কেন তোমার স্ত্রীর থেকে কিছু শেখো না? বাড়িতে ওই একমাত্র লাভজনক সদস্য।' কর্ণ জোহর ও শাহরুখ খানের কথপৌকথনের এই অংশ শোনার পর গৌরী উত্তর দেন যে, 'ও (শাহরুখ খান) এসব বলতে খুব ভালোবাসে। আমাকে বড় করতে ও পছন্দ করে।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Advertisement
ABP Premium

ভিডিও

Mobile Recharge Price Hike: একলাফে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানেরTeam India Victory: বাঁধভাঙা ভিড়, রোহিতদের সঙ্গে বিশ্বজয়ের আনন্দে মাতল আট থেকে আশি।ABP Ananda LiveTeam India Mumbai: হুডখোলা বাসে T-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে মুম্বইয়ে উচ্ছ্বাসে মাতল টিম ইন্ডিয়াTeam India: ১৩ বছর পর বিশ্বজয়, বিরাট-রোহিতদের স্বাগত জানাতে মেরিন ড্রাইভে জনজোয়ার। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Team India Victory Parade Live: বৃষ্টি ও ট্রাফিকের জন্যই পিছিয়ে যাচ্ছে প্যারেডের সময়, এখনও বিমানবন্দরেই রোহিতরা
বৃষ্টি ও ট্রাফিকের জন্যই পিছিয়ে যাচ্ছে প্যারেডের সময়, এখনও বিমানবন্দরেই রোহিতরা
Embed widget