এক্সপ্লোর

Top Entertainment News Today: প্রয়াত 'মহাভারত'-এর ভীম, 'শব চরিত্র'-র প্রথম পোস্টার, এক নজরে বিনোদনের সেরা খবরগুলি

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড, বলিউড থেকে হলিউড, এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের সেরা খবরগুলি।

কলকাতা: সপ্তাহ শেষে ভালো ব্যবসা করছে দুই বাংলা ছবি 'বাবা, বেবি, ও' এবং 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। প্রয়াত জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত' -এর ভীম। অভিনেতা প্রবীণ কুমার সোবতি। অস্কার মনোনয়নে তালিকায় জায়গা পেল না 'জয় ভীম'। এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক বিনোদনের সেরা খবরগুলিতে।

সপ্তাহান্তে হাউজফুল 'বাবা, বেবি ও'-

সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন ছবির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে তিনি তুলে ধরেছিলেন তাঁর প্রযোজিত দুই ছবির হিসাব নিকেশ। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত প্রথম ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মাত্র ১২ দিন প্রেক্ষাগৃহে চলেছিল। করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহ। ৭২ লাখ টাকার ছবি এক সপ্তাহতেই ৯৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। আর 'বাবা বেবি ও'-র বাজেট ছিল ৮৮ লাখ। তিনদিনে ছবিটি ব্যবসা করেছে ৫৫ লাখ। সোশ্যাল মিডিয়ায় সেই হিসেবের খতিয়ান তুলে ধরে শিবপ্রসাদ ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। সেইসঙ্গে পরিচালককে উদ্দেশ্য করে লিখেছেন, 'প্রযোজক হিসেবে এইটুকু বলতে পারি যে অরিত্র এবং তোমার টিম তোমরা যেমনভাবে দর্শককে হলমুখী করেছে, তেমনি ভাবে এই দুর্দিনেও তোমরা প্রযোজকের ঘরে টাকা ফেরত আনতে পেরেছ।'

'দিদি নম্বর ওয়ান'-এ নতুন চমক রচনা বন্দ্যোপাধ্যায়ের-

প্রায় ১০০০ এপিসোড শেষ করেছে 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)। টেলিভিশনে সবচেয়ে বেশিদিন ধরে চলা গেম শো-এটাই। সঞ্চালিকা রচনা জানাচ্ছেন, ৮টি সিজন শেষ করার পর ৯ নম্বর সিজন নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এই সিজনে বদলাবে খেলার বিভিন্ন নিয়ম। নতুন মোড়কে সাজানো হবে 'দিদি নম্বর ওয়ান'-কে। সাদা শাড়িতে প্রথম দিনের শ্যুটিং সেরেছেন রচনা। তাঁর ফটোশ্যুটের ছবি ভাগ করে নেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে।

৩ দিনে ১ কোটির ব্যবসা 'কাকাবাবু'-র-

'কাকাবাবু'-র মুক্তি পুজোর ছুটি পেল না, মুক্তির আগে এই আফশোস ঝরে পড়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) থেকে শুরু করে পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) গলায়। কেবল পুজো নয়, ক্রিসমাসের সময়ও মুক্তি দেওয়া যায়নি 'কাকাবাবু'-র। হলে দর্শক হওয়া নিয়ে আশঙ্কা দেখা গিয়েছিল পরিচালকের গলাতেও। কিন্তু সেই আশঙ্কা পেরিয়ে দর্শকরা ভিড় জমিয়েছেন 'কাকাবাবু'-কে দেখতে। শহর ও শহরতলির প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'কাকাবাবু'। সোমবার সকালে ট্যুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, '১ কোটি ছাড়িয়ে গেল ৩ দিনে!' তার সঙ্গে রসিকতা করে জুড়ে দিয়েছেন একটা লাইন, 'কেমন লাগল?' 

আরও পড়ুন - Jagjit Singh Birthday: জগজিৎ সিংহের জন্মদিনে শুনুন সেরা পাঁচ গজল

প্রয়াত 'মহাভারত' -এর 'ভীম' প্রবীণ কুমার সোবতি-

প্রয়াত জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত' -এর ভীম। অভিনেতা প্রবীণ কুমার সোবতি (Praveen Kumar Sobti) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। দিল্লিতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। রুপোলি পর্দার থেকে দূরে নিজের দিল্লির বাড়িতেই থাকতেন অভিনেতা। তাঁর এক আত্মীয় সংবাদসংস্থা পিটিআইকে জানায়, দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা ছিল অভিনেতার। গতকাল অর্থাৎ সোমবার রাতে বুকে ব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতেই চিকিৎসককে খবর দেওয়া হয়। রাত আন্দাজ ১০টা-১০.৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

প্রথমবার এক ছবিতে অক্ষয়কুমার, টাইগার শ্রফ-

আজ সোশ্যাল মিডিয়ায় 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' (’BADE MIYAN CHOTE MIYAN’.)-র টিজারের একটি ঝলক প্রকাশ করেছেন তরণ আদর্শ। সেই টিজারে একসঙ্গে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। দুজনকেই দেখা যাচ্ছে বন্দুক অথবা বোমা হাতে। টিজারের শেষে অক্ষয় কুমারকে টাইগ্রার শ্রফকে প্রশ্ন করতে শোনা গিয়েছে, তাঁর ছবির নাম কি? উত্তরে টাইগার শ্রফ বলছেন, 'ছোটে মিয়াঁ।' পাল্টা একই প্রশ্ন টাইগার শ্রফ অক্ষয়কে করলে তিনি বলছেন তাঁর ছবির নাম বড়ে মিয়াঁ। একসঙ্গে আসার প্রস্তাব দিয়ে হাত মেলাতে দেখা যায় দুই অভিনেতাকে। 

মুক্তি পেল 'শব চরিত্র'-র প্রথম পোস্টার-

মুক্তি পেল অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti) অভিনীত এবং দেবাশিস সেন শর্মা (Debasish Sen Sharma) পরিচালিত ওয়েব সিরিজ 'শব চরিত্র'-এর (Shob Choritro)-র প্রথম পোস্টার। ছবিতে দেখা মিলল অনির্বাণ-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও। ওয়েব সিরিজের পোস্টারে সবার ওপরে রয়েছে ছবির নাম। এরপর সবচেয়ে বড় করে রয়েছে প্রধান চরিত্র অনির্বাণ চক্রবর্তীর ছবি। তাঁর লুকে রয়েছে চমক। চোখে চশমা আর চুলের ধাঁচে যেন মাখামাখি হয়ে রয়েছে ভয় আর সন্তর্পণ চাহনি। পোস্টারে দেখা গেল ইমন চক্রবর্তী (Iman Chakraborty), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের।

প্রকাশ্যে অমিতাভের 'ঝুন্ড'-এর টিজার-

 মুক্তির দিন ঘোষণা হয়েছিল আগেই। আজ মুক্তি পেল অমিতাভ বচ্চন অভিনীত 'ঝুন্ড'-এর টিজার। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে কোনও সংলাপ নেই। শুধু মিউজিক আর অভিব্যক্তি। ভারতীয় সিনেমায় বেশ কিছু আইকন রয়েছেন যাঁদের অবদান অতুলনীয়। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হলেন এমনই একজন কিংবদন্তি যিনি তাঁর অনুকরণীয় পারফর্ম্যান্স দিয়ে আমাদের অভিভূত করে চলেছেন। ফলে বিগ বির (Big B) আগামী ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। তাঁর 'কামব্যাক' ছবি 'ঝুন্ড' (Jhund)। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ছবির মুক্তির তারিখ। আর মাত্র ১ মাসের অপেক্ষা। ৪ মার্চ মুক্তি পাচ্ছে 'ঝুন্ড'। ছবির ঘোষণার পর থেকেই শিরোনামে ছিল এই স্পোর্টস ড্রামা (Sports Drama)।

শাহরুখ খান বিতর্কে ঊর্মিলা মাতণ্ডকর-

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের ভিডিও ভাইরাল হতেই এবং তাঁকে ঘিরে বিতর্ক শুরু হতেই মুখ খুললেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। তিনি টুইটে লেখেন, 'আজকের দিনটা অন্তত বিতর্ক সরিয়ে রাখুন।' এর আগে লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করে উর্মিলা টুইট করেন, 'লতা মঙ্গেশকর শুধুই একজন কিংবদন্তি এবং একজন দৃষ্টান্ত হিসেবে নিজেকে মেলে ধরেননি। তিনি দেখিয়েছেন, ভারতের একজন নারী চেষ্টা করলে কতটা উচ্চতায় নিজেকে পৌঁছে দিতে পারে। লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনা করি।'

কবে মুক্তি পাবে 'দ্য কাশ্মীর ফাইলস'?-

কাশ্মীরের পণ্ডিতদের জীবনের কাহিনী অবলম্বনে তৈরি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর (The Kashmir Files) মুক্তির নতুন দিন ঘোষণা করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'আগামী ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে 'দ্য কাশ্মীর ফাইলস'।' সঙ্গে হ্যাশট্যাগে রাইট টু জাস্টিস দিয়েছেন পরিচালক।

অক্ষয় কুমার-কপিল শর্মা দ্বন্দ্ব?

এদিন নিজের সোশ্যাল মিডিয়া দীর্ঘ একটি পোস্ট করেছেন কপিল শর্মা। পোস্টে তিনি লিখেছেন, 'প্রিয় বন্ধুরা। আমার এবং অক্ষয় পাজির সম্পর্কে সংবাদমাধ্যমে নানা কিছু শুনলাম, পড়লাম, দেখলাম। এই প্রসঙ্গে বলতে চাইব, এটা একটা ভুল বোঝাবুঝি। সমস্ত ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে। অল ইজ ওয়েল। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে 'বচ্চন পাণ্ডে'র এপিসোডের শ্যুটিংয়ের জন্য। ও (অক্ষয় কুমার) আমার বড় দাদা। আমার উপর কিছুতেই রেগে থাকতে পারেন না। ধন্যবাদ।'

মুক্তি পেল 'মুড় মুড় কে' টিজার-

মুক্তি পেল জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও ইতালিয়ান অভিনেতা মিকেলে মোরোনের (Michele Morrone) মিউজিক ভিডিও 'মুড় মুড় কে'-র টিজার (Mud Mud Ke Teaser)। গান মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শক। তাঁদের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে প্রকাশ্যে এল গানের টিজার। ভিডিও ক্লিপের শুরুতে মিকেলেকে দেখা যাচ্ছে স্যুট পরে ক্লাবে ঢুকছেন। এরপরই জ্যাকলিনের ঝলক দেখা যায়। ঝকঝকে পোশাকে নাচ করতে দেখা যায় তাঁকে। টিজারেই জ্যাকলিন ও মিকেলের কিছু ঘনিষ্ঠ দৃশ্যের ঝলক মেলে।

অস্কার মনোনয়নে জায়গা পেল না জয় ভীম-

অ্যাকাডেমি পুরস্কার কর্তৃপক্ষের টুইটার হ্যান্ডলে এদিন যে সেরা ১০টি ছবি মনোনয়ন যারা পেয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়। সেখানে জায়গা পায়নি 'জয় ভীম'। এর আগে শোনা গিয়েছিল, ৯৪ তম অ্যাকাডেমি পুরস্কারে নিজের জায়গা প্রতিষ্ঠিত করে ফেলেছে 'জয় ভীম'। কিন্তু অস্কার মনোনয়নের তালিকায় এই ছবি জায়গা না পাওয়ায় কার্যত হতাশ অনুরাগীরা। এদিন ২৩টি বিভাগের মনোনয়ন প্রাপকদের নাম ঘোষণা করেন অভিনেতা ট্রেসি এলিস রস এবং লেসলি জর্ডন। 

হনশল মেহতার নতুন ওয়েব সিরিজ-

বেশ জনপ্রিয় হয়েছিল তাঁর শেষ ওয়েব সিরিজ (Web Series)। হংসল মেহতা (Hansal Mehta) পরিচালিত 'স্ক্যাম ১৯৯২' (Scam 1992)। এবার নিজের পরবর্তী কাজ নিয়েও তৈরি হংসল। নেটফ্লিক্সের জন্য তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ 'স্কুপ' (Scoop)। সিরিজটি জিগনা ভোরার বই 'বিহাইন্ড দ্য বার ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন' (Behind Bars in Byculla: My Days in Prison) থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে। 'স্কুপ' সিরিজটি একটি ক্যারেক্টার ড্রামা হিসেবে তৈরি হয়েছে। সিরিজে ক্রাইম সাংবাদিক জাগ্রুতি পাঠকের সফরের গল্প তুলে ধরা হবে। অপর সাংবাদিক জয়দেব সেনের হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় জাগ্রুতিকে। এবং সেখানে তাঁকে একসময় তাঁরই রিপোর্ট করা কয়েদিদের সঙ্গে দিন কাটাতে হয়। জীবন তোলপাড় হয়ে যায় তাঁর।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Advertisement
ABP Premium

ভিডিও

UP News: রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর, প্রতিবাদে গণ ইস্তফা ২৫০ চিকিৎসকেরRG Kar News: আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVEHoy Ma Noy Bouma: নতুন সিরিয়ালের সফরের মাঝেই একান্ত আড্ডায় মুখোমুখি হলেন অ্যানমেরি আর সিদ্ধার্থ।Jeet Ganguly: জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Fake SBI Branch: প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
Fruits: খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
Asteroids Collision: আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
Kangana Ranaut: গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
Embed widget