'Jolly LLB 3': বিচারব্যবস্থাকে 'অসম্মান' করার অভিযোগ, শ্যুটিং চলাকালীনই আইনি জটে 'জলি এলএলবি ৩'
Bollywood Update: 'জলি এলএলবি ৩' ছবিতে ফের নিজেদের চরিত্রে ফেরার কথা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির। পরিচালকের ভূমিকায় ফিরবেন সুভাষ কপূর। ২৯ এপ্রিল থেকে আজমেরে শুরু হয়েছে শ্যুটিং।
নয়াদিল্লি: 'জলি এলএলবি' (Jolly LLB) ফ্র্যাঞ্চাইজি দর্শকের অত্যন্ত পছন্দের। আরশাদ ওয়ারসি (Arshad Warsi) অভিনীত এই ছবির সিক্যুয়েলে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তাঁদের এই যুগলবন্দি বেশ পছন্দ করেছিলেন দর্শক। ফলে সকলেই প্রথম দুই ছবির সাফল্যের পর অপেক্ষায় তৃতীয় সংস্করণের। সম্প্রতি দুই তারকাই ঘোষণা করেছেন যে তাঁরা 'জলি এলএলবি ৩'-এর (Jolly LLB 3) কাজ শুরু করেছেন। উত্তেজনা প্রহর শুরু অনুরাগীদের। শ্যুটিং সেটে অক্ষয় কুমারের ছবিও ভাইরাল হয় কিছুদিন আগে। ছবিতে রয়েছেন সৌরভ শুক্লা (Saurabh Shukla)। তবে শোনা যাচ্ছে ইতিমধ্যেই আইনি জটে (legal trouble) জড়িয়েছে ছবির তৃতীয় ভাগ! তাই কি?
অক্ষয় কুমারের 'জলি এলএলবি ৩' জড়াল আইনি জটে?
'জলি এলএলবি ৩'র মুক্তি তো দূরের কথা, এখনও শেষ হয়নি শ্যুটিংই। কিন্তু তার আগেই আইনি জটে জড়াল এই ছবি। আজমের আদালতে এই সিনেমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর নাম চন্দ্রভান সিংহ রাঠৌর, তিনি আজমের ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি। অভিযোগে বলা হয়েছে যে ছবিটি বিচার ব্যবস্থার সততাকে ক্ষুণ্ণ করতে চায়। সিভিল জজ আজমের উত্তরের আদালতে একটি আবেদন করেছেন চন্দ্রভান সিংহ রাঠৌর।
ছবির প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে, বিচারক ও আইনজীবীদের নিয়ে বিদ্রুপ বা ঠাট্টা করার অভিযোগ করা হয়েছে। ছবিটির শ্যুটিং বন্ধে নির্মাতাদের নোটিস পাঠানোর জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে। মামলার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার।
চন্দ্রভান সিংহ রাঠৌড় জানিয়েছেন যে তিনি 'জলি এলএলবি'র প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবির নির্মাতারা, পরিচালক ও অভিনেতারা দেশের সংবিধানের বিচার বিভাগের মর্যাদাকে মোটেও সম্মান করে না। কিছু নির্দিষ্ট দৃশ্যের উল্লেখ করেন তিনি, যার মধ্যে, আইনজীবীকে লাথি মারা, লাঠি হাতে তেড়ে যাওয়া, বিচারকের 'গুটখা' খাওয়া, এবং আর্থিক লেনদেন রয়েছে। এই সমস্ত দৃশ্য দেশের বিচারব্যবস্থার প্রতি অসম্মানজনক বলে দাবি তাঁর।
আরও পড়ুন: 'RRR' Movie: ফের পর্দায় রাম চরণ-জুনিয়র এনটিআর জুটি! পুনরায় মুক্তি 'RRR' ছবির
'জলি এলএলবি ৩' ছবিতে ফের নিজেদের চরিত্রে ফেরার কথা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির। পরিচালকের ভূমিকায় ফিরবেন সুভাষ কপূর। ২৯ এপ্রিল থেকে আজমেরে শুরু হয়েছে শ্যুটিং।
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
'জলি এলএলবি'র প্রথম ছবি মুক্তি পায় ২০১৩ সালে। ২০১৭ সালে মুক্তি পায় 'জলি এলএলবি ২'। তৃতীয় ছবিতে একে অপরের বিরোধিতা করতে দেখা যেতে পারে অক্ষয় ও আরশাদকে। অন্যদিকে বিচারকের ভূমিকায় ফিরবেন সৌরভ শুক্লা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।