Rana Rupankar Music Album: অনর্থক সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে, ১০-১৫ বছর রূপঙ্করের মতো শিল্পীদেরই প্রয়োজন: রানা
Rana Sarkar and Rupankar Bagchi Music Album: 'হু ইজ কে কে', এই মন্তব্য সম্প্রতি তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। যেদিন কলকাতায় কে কে-র শো ছিল, সেদিন সকালেই ফেসবুক লাইভে এই মন্তব্য করেছিলেন রূপঙ্কর
কলকাতা: এই মুহূর্তে যাঁকে নিয়ে কার্যত সরগরম সোশ্যাল মিডিয়া, কটুক্তি, নিন্দায় ভরছে সামাজিক মাধ্যমের দেওয়াল, সেই সময়েই তাঁর হাত ধরেছেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। তাঁর নতুন ছবি তো বটেই, নতুন মিউজিক অ্যালবামেও গান গাইছেন এই সঙ্গীতশিল্পী। রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)।
'হু ইজ কে কে', এই মন্তব্য সম্প্রতি তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। যেদিন কলকাতায় কে কে-র শো ছিল, সেদিন সকালেই ফেসবুক লাইভে এই মন্তব্য করেছিলেন তিনি। এরপর নজরুল মঞ্চের সেই বাঁধনভাঙা ভিড়, অসুস্থ হয়ে কেকে-র মৃত্যুর ঘটনা অজানা নয় কারও। রূপঙ্করের ফেসবুক লাইভ আর কেকে-র মৃত্যুর দিন কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছিল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করা শুরু হয় রুপঙ্করকে। কেকে-র মৃত্যুর জন্য কার্যত দায়ী করা হয় তাঁকেই। এরপর সাংবাদিক সম্মেলন করে রুপঙ্কর ক্ষমা চাইলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। এমনকি দর্শকদের ভাবাবেগের কথা মাথায় রেখে একাধিক বিপণী সংস্থা রুপঙ্করের গানের চুক্তি বাতিল করেছেন। সঙ্গীতশিল্পীর হাতছাড়া হয়েছে ছবির কাজও। এই পরিস্থিতিতে রুপঙ্করের পাশে দাঁড়িয়েছেন প্রযোজক রানা সরকার।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রানা। সেখানে হাসিমুখে প্রযোজকের পাশে দাঁডি়য়ে রূপঙ্কর। ক্যাপশানে রানা ঘোষণা করেছেন, আবার একসঙ্গে নতুন কাজ নতুন গান আনছেন তাঁরা। ঠিক কী পরিকল্পনা করেছেন রানা? এবিপি লাইভকে প্রযোজক বললেন, 'রূপঙ্কর খুব ভালো সঙ্গীতশিল্পী। ওর সঙ্গে আগেও একাধিকবার কাজ করেছি আমি। লকডাউনের মধ্যেও কাজ করার পরিকল্পনা হয়েছে। আমার নতুন ছবি 'কলকাতা ৯৬'-তে গান গাইছেন রূপঙ্কর। এছাড়াও ওর সঙ্গে একটা মিউজিক অ্যালবাম আনার পরিকল্পনা হয়েছে। সেখানে যেমন ওর তৈরি নতুন গান থাকছে, তেমনই থাকছে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি। 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতেও থাকতে পারে রূপঙ্করের গান।'
আরও পড়ুন: Kishore Kumar: কিশোর কুমারের একাধিক বিবাহ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন অমিত কুমার
যেখানে একাধিক সংস্থা রূপঙ্করের গান বাতিল করছেন, সেখানে সেই সঙ্গীতশিল্পীর সঙ্গেই একের পর এক কাজ কী প্রযোজক হিসেবে সাহসী পদক্ষেপ? রানা বলছেন, 'রূপঙ্করকে সবাই অকারণে হেয় করছে। আগামী অন্তত ১০-১৫ বছর আমাদের রূপঙ্কর, রাঘব-এর মতো সঙ্গীতশিল্পীর সঙ্গেই কাজ করতে হবে। ওঁরা প্রত্যেকে যথেষ্ট যোগ্য। শুধু শুধু রূপঙ্করের সোশ্যাল মিডিয়া ট্রায়াল করে তো কোনো লাভ নেই।'