Rani Mukerji: 'ভারতীয় সিনেমাই বিশ্বসেরা', রানি মুখোপাধ্যায়ের মন্তব্যে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়
Indian Cinema: সম্প্রতি একটি টক শোতে হাজির ছিলেন রানি মুখোপাধ্যায় এবং কন্নড় চলচ্চিত্র নির্মাতা পৃথ্বী কোনানুর। পৃথ্বীর একটি বক্তব্যের পাল্টা জবাবে রানি বলেন যে তিনি মনে করেন ভারতীয় সিনেমাই বিশ্বসেরা।
Rani Mukerji: নেটিজেনদের রোষের মুখে রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। সম্প্রতি একটি টক-শোতে অভিনেত্রী মন্তব্য করেছেন 'ভারতীয় সিনেমাই (Indian Cinema) বিশ্বের সেরা'। আর রানির এই মন্তব্যের জেরেই সোশ্যাল মিডিয়া (Social Media Troll) মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। এক্স মাধ্যমে ওই টক-শোয়ের ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীকে কার্যত তুলোধনা করছেন নেটিজেনদের একাংশ।
ঘটনার সূত্রপাত কীভাবে
সম্প্রতি Galatta Plus (ভারতীয় সিনেমা নিয়ে আলোচনা হয় এই চ্যানেলে) একটি আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানেই বক্তা হিসেবে ছিলেন রানি মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে এই টক শো-তে ছিলেন কন্নড় চলচ্চিত্র নির্মাতা পৃথ্বী কোনানুর। ভারতীয় সিনেমা নিয়ে আলোচনা প্রসঙ্গে পৃথ্বী বলেন, তিনি সকলকেই ইরানের সিনেমা দেখতে বলেন। পৃথ্বীর কথায়, 'আমি সকলকেই ইরানীয় ছবি দেখতে বলি। ওই সিনেমা দেখুন। আমাদের সিনেমার সঙ্গে ওদের ছবির বিস্তর ফারাকটা বুঝতে পারবেন। আমি মনে করি, কিছু কারণের জন্য আমরা ইরানের সিনেমা থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। এটা সত্যি মতামত। দর্শকদের অনুরোধ করব ইরানের ছবি দেখুন, দেখুন যে ভাবনাচিন্তার দিক থেকে ওরা কত এগিয়ে। হয়তো প্রযুক্তিতে নয়, কিন্তু সিনেমার ভাবনাচিন্তার নিরিখে ওরা অনেক এগিয়ে।'
India makes the best films in the world - Rani Mukerji
— No Name (@__NameNo__) January 7, 2024
Do you agree? pic.twitter.com/nxsl6nJfBI
পৃথ্বী কোনানুরের এই মন্তব্যের রেশ টেনেই নিজের বক্তব্য পেশ করেন রানি মুখোপাধ্যায়। পৃথ্বীর মতামতের বিরোধিতা করে তিনি বলেন, 'এখানে আমি কিছু বলতে চাই। উনি (পড়ুন পৃথ্বী কোনানুর) যে বললেন অন্যদিকে সিনেমা থেকে আমাদের শেখা উচিত, এতে আমি একটু বিরক্তই হলাম। আমি বিশ্বাস করি ভারতীয় সিনেমা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। তাই ওঁর ( পড়ুন পৃথ্বী কোনানুর) কথায় আমি সহমত পোষণ করছি না। আমি সত্যিই দুঃখিত, যদি আপনি একদম মাটির গল্প নিয়ে তৈরি সিনেমার কথা বলেন, তাহলে আপনাকে 12th Fail অবশ্যই দেখতে হবে। বিধু বিনোদ চোপড়া একটি অসাধারণ ছবি তৈরি করেছেন যা আদতে ভারতের কথা বলে, সবকিছুই দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে। আমি মনে করি ভারতে সবচেয়ে বৈচিত্রময় সিনেমা নির্মাণ করা হয়। ভারতের বাইরের ছবি নিয়ে যখন আলোচনা হয় তখন সেখানে এ দেশের মতো এত বৈচিত্র লক্ষ্য করা যায় না। আমি বিশ্বাস করি ভারতীয় সিনেমার এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে এবং সত্যিই ভারতের ছবি বিশ্বসেরা। আপনি অন্য কোনও দেশের ছবির সঙ্গে ভারতীয় সিনেমার তুলনা করতে চাই না কারণ আমাদের কাছেই সবচেয়ে সত্যি গল্পগুলো রয়েছে, মাটির সঙ্গে জুড়ে থাকা গল্প রয়েছে।'
চলচ্চিত্র নির্মাতা পৃথ্বী কোনানুরের মন্তব্যের পাল্টা জবাবে রানি মুখোপাধ্যায় যা বলেছেন তা নিয়েই শুরু হয়েছে শোরগোল। নেটিজেনদের একাংশের মতে মোটেই ঠিক কথা বলেননি অভিনেত্রী। ভারতীয় ছবি একেবারেই বিশ্বের সেরা নয়। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করেননি নেটিজেনদের একটা বড় অংশ।
আরও পড়ুন- লোভে পড়ে প্রতারণার শিকার কৌশিক রায়? আসছে নতুন ওয়েব সিরিজ '৩৬ ঘণ্টা'