Rudrajit Promita Anniversary: রূপকথার ধারাবাহিকে প্রেমের শুরু, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে তাই প্রমিতার জন্য বিশেষ পরিকল্পনা রুদ্রজিতের
Rudrajit Promita Valentines Day: দুজনেই ঘুরতে খুব ভালবাসেন। তবে এর আগে কখনও লম্বা বিদেশ সফরে যাননি অভিনেতা অভিনেত্রী। এই প্রথম একসঙ্গে বিদেশ সফরে গিয়েছেন তাঁরা
কলকাতা: প্রেমের শুরু হয়েছিল এক রূপকথার গল্পের হাত ধরেই। ধারাবাহিকের পর্দায় 'সাত ভাই চম্পা' (Saat Bhai Champa)- গল্প বলতে গিয়ে প্রেমের শুরু হয়েছিল প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty) ও রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee)-র। সময় পেরিয়ে, আর প্রেমও গড়িয়েছে গভীরে। বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন তাঁরা, তবে আইনত। এখনও বাকি লাল বেনারসি আর জোড়ে সাত পাক ঘোরার রীতি। তবে আইনি বিয়ের দিনটাকেই বিবাহবার্ষিকী হিসেবে পালন করেন এই রিয়েল লাইফ জুটি। এই বছর প্রথমবার বিশেষ এই দিনটি পালন করতে তাইল্যান্ডে পাড়ি দিয়েছেন রুদ্রজিৎ ও প্রমিতা।
কেমন করে কাটালেন বিশেষ দিনটা? ফুকেতে বসেই ফোনের ওপার থেকে প্রমিতার গলায় উচ্ছ্বাস। বললেন, 'প্রেমদিবসে আমাদের বিয়ের জন্মদিন। এই দিনটায় প্রত্যেক বছরই আমায় কোনও না কোনও চমক দেয় রুদ্র। এইবছর আমরা ফুকেতে এসেছি। রক পিচ স্যুইয়ে বিশেষ দিনটা কাটানোর পরিকল্পনা করেছিল রুদ্র। নীল সমুদ্রের ধারে ফুলে সাজানো দুধ সাদা দোলনা, তার ওপরে লাল হার্ট শেপের কেক। ঠিক যেন রূপকথা। আমাদের আলাপও এক রূপকথার ধারাবাহিক থেকে, আমি চিরকালই রূপকথাপ্রেমী। রুদ্র সেসব মাথায় রেখেই যেন এত সুন্দর একটা পরিকল্পনা করেছিল। আমরা কেক কাটালাম, গোটা দিনটা ভীষণ অন্যরকম ভাবে কাটিয়েছি। পরে রুদ্র বলেছিল, ও কলকাতা থেকেই পরিকল্পনা করে গিয়েছিল, করে রেখেছিল সমস্ত আয়োজনও।'
দুজনেই ঘুরতে খুব ভালবাসেন। তবে এর আগে কখনও লম্বা বিদেশ সফরে যাননি অভিনেতা অভিনেত্রী। এই প্রথম একসঙ্গে বিদেশ সফরে গিয়েছেন তাঁরা। এর আগে 'পিলু' ধারাবাহিকে একে অপরের বিপরীতে কাজ করেছেন তাঁরা। বিশেষ এই দিনটার জন্য কালো নেটের ক্রপ টপ আর স্কার্ট বেছেছিলেন। ক্যাজুয়ালে ছিলেন রুদ্রজিৎ। নীল জলরাশির ধারে জমে, মনকাড়া প্রাকৃতিক সৌন্দর্য্যকে সাক্ষী রেখে উঠল তাঁদের প্রেম।
View this post on Instagram