এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'লকডাউন খোলা মানেই পার্টির আয়োজন করা নয়', বললেন বলি এই অভিনেত্রী
লকডাউনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলিউডের অভিনেত্রী শ্রুতি হাসানের ফটোশ্যুটের ছবি। সঙ্গে লিখলেন, লকডাউনের 'এই সময়টা অন্তর্শনের। অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় নিজের মধ্যে থেকেই। কেবল নিজের সঙ্গে সময় কাটানো জরুরি।'
মুম্বই: লকডাউনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলিউডের অভিনেত্রী শ্রুতি হাসানের ফটোশ্যুটের ছবি। সঙ্গে লিখলেন, লকডাউনের 'এই সময়টা অন্তর্শনের। অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় নিজের মধ্যে থেকেই। কেবল নিজের সঙ্গে সময় কাটানো জরুরি।'
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু সাদা-কালো ছবি পোস্ট করেন নায়িকা। লকডাউনের সময় লাইটস, ক্যামেরা, অ্যাকশন থেকে বহু দূরে ঘরবন্দি রয়েছে তামাম টিনসেল টাউন। তাই পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই স্মৃতিচারণা করছেন সবাই।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, 'লকডাউনের আগে এটা আমার শেষ ফটোশ্যুট। আমার কাজ, আমার আশেপাশের মানুষদের ভালো ব্যবহার আমার খুব মনে পড়ছে। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধে এখন আইসোলেশনে থাকাই সবচেয়ে জরুরি। কিন্তু তার মানে কখনই এটা নয় যে লকডাউন উঠলেই আমরা জমায়েত হয়ে পার্টি করব। দয়া করে যতটা সম্ভব বাড়িতেই থাকুন। এক অজানা চোখে না দেখা শত্রুর সঙ্গে লড়াই করছি আমরা। এই সময়টা অন্তর্শনের। অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় নিজের মধ্যে থেকেই। কেবল নিজের সঙ্গে সময় কাটানো জরুরি।
সেই সঙ্গে শ্রুতি বার্তা দেন, দরিদ্রদের যতটা সম্ভব সাহায্য় করতে ও পরিবারের সবার খেয়াল রাখতে। শ্রুতির ছবি ও বুদ্ধিদীপ্ত বার্তার প্রশংসা করেন নেটিজেনরা। আগামী দিনে 'ক্রাক' ছবিতে রবি তেজার বিপরীতে দেখা যাবে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement