(Source: ECI/ABP News/ABP Majha)
Solanki Roy: টলিউড নিয়ে কোনও অভিযোগ নেই, তবে মুম্বই কলকাতার মতোই আন্তরিক
Entertainment News: 'আমিও দীর্ঘদিন ধারাবাহিকে অভিনয় করেছি। একটা ধারাবাহিক চলার সময় একজন অভিনেত্রীর জীবনে কী কী সমস্যা হয়, সেগুলো খুব কাছ থেকে দেখেছি', বলছেন শোলাঙ্কি।
তোর্ষা ভট্টাচার্য্য়, কলকাতা: কলকাতায় কাজ করলেও, তিনি আপাতত মুম্বইবাসী। তবে এই শহরকেও বড় ভালবাসেন তিনি। কিন্তু তবুও তিনি নারাজ 'বোকাবাক্সতে বন্দি'-হতে! দেবালয় ভট্টাচার্য্য়ের নতুন ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি। তার আগে, এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে শোলাঙ্কি রায় (Solanki Roy) ভাগ করে নিলেন শহর, কাজ, আর জীবন নিয়ে পরিকল্পনার কথা।
'বোকাবাক্সতে বন্দি' আসছে 'হইচই' (Hoichoi)-তে। এই সাইকোলজিক্যাল থ্রিলারটাকে কেন অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন শোলাঙ্কি? অভিনেত্রী বলছেন, 'যে কোনও কাজ পছন্দ করার ৩টে শর্ত থাকে আমার কাছে। গল্পটা কেমন? পরিচালক কে? আর আমার চরিত্রটা কেমন? প্রথমবার এই গল্পটার সারসংক্ষেপ শুনেই ভাল লেগেছিল। এরপরে বাকি দুটো বিষয় নিয়ে আমায় আর ভাবতে হয়নি। অভিনেত্রী হিসেবে কাজটা করে আমি খুব খুশি। আশা করি দর্শকদের ভাল লাগবে।'
অপলা বা সন্ধ্যামণি.. এই দুটি চরিত্র ফুটিয়ে তুলতে শোলাঙ্কিকে তাঁর অভিনীত কোনও চরিত্র কি সাহায্য করেছিল? অভিনেত্রী বলছেন, কোনও চরিত্র নয়, তবে অপলার সঙ্গে নিজের ব্যক্তিজীবনের একটা মিল পেয়েছিলাম। আমিও দীর্ঘদিন ধারাবাহিকে অভিনয় করেছি। একটা ধারাবাহিক চলার সময় একজন অভিনেত্রীর জীবনে কী কী সমস্যা হয়, সেগুলো খুব কাছ থেকে দেখেছি। ফলে আমি এই বিষয়টার সঙ্গে মিল পেয়েছি যে অপলা কেন ধারাবাহিক ছাড়তে চায়।'
ধারাবাহিক চলাকালীন সমস্যা বলতে? শোলাঙ্কি বলছেন, 'একটা চরিত্র হয়ে দীর্ঘদিন বাঁচলে সেটা মানুষের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। দ্বিতীয়ত শ্যুটিংয়ের প্রচন্ড চাপ, শিডিউলের ঠিক নেই। এই সমস্যাগুলো হলে কী হয়, সেই বোধ আমার মধ্য়ে রয়েছে। আমি নিজে আপাতত ধারাবাহিক ছেড়ে বড়পর্দা আর সিরিজের কাজেই মন দিতে চাই। সেই কারণেই আমি বুঝতে পেরেছিলাম, গল্পের অপলা কেন ধারাবাহিকে অভিনয় ছাড়তে চায়।'
তাহলে কী এবার শোলাঙ্কিকে শুধুমাত্র মুম্বইয়ের বড়পর্দা আর সিরিজেই দেখা যাবে? হেসে অভিনেত্রীর উত্তর, 'ঠিক তা নয়। আমার কাছে কাজটা গুরুত্বপূর্ণ। কলকাতা আমার শহর.. এখানে আমার বাবা-মা থাকেন। তবে মুম্বই আমায় যেভাবে আন্তরিকতা দিয়েছে, আপন করে নিয়েছে সেটা অভাবনীয়। আমি ওখানকার কেউ নয়, বাইরে থেকে এসেছি.. এটা কখনও আমায় বুঝতে দেয়নি মুম্বই। কলকাতা আর মুম্বইয়ের মধ্যে পার্থক্য যদি কিছু থেকে থাকে, সেটা মানুষের জীবনযাত্রায়। 'কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে' কথাটা কী ভীষণ সত্যি... এখানকার মানুষদের মধ্যে সত্যিই একটা দুলকি চাল আছে। আর মুম্বইয়ের জীবনযাত্রা ভীষণ গতিময়।'
ভবিষ্যতে কী মুম্বই-ই ঠিকানা হবে শোলাঙ্কির? অভিনেত্রীর উত্তর, 'আমি যে টলিউডে কাজ না পেয়ে মুম্বই চলে গেছি, এমন বিষয় নয়। টলিউড নিয়ে আমার কোনও অভিযোগ নেই। যথেষ্ট ভাল ভাল চরিত্র পেয়েছি, কাজ পেয়েছি। তবে এবার আমি আমার কাজের পরিধিটা বাড়াতে চাই। তাই মুম্বইকে সময় দিচ্ছি। তবে বাংলায় পছন্দের কাজ পেলে সবসময়েই করব।'