Dadagiri Season 9: 'দাদাগিরি'র মঞ্চে ডোনার সঙ্গে কোমর দোলালেন সৌরভ, মুহূর্তে ভাইরাল 'দাদা'র নাচ
Dadagiri Season 9 Grand Finale: ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় দাদার নাচ। মিষ্টি এই জুটির রসায়ন দেখে উচ্ছ্বাস প্রকাশ নেট নাগরিকদের।
![Dadagiri Season 9: 'দাদাগিরি'র মঞ্চে ডোনার সঙ্গে কোমর দোলালেন সৌরভ, মুহূর্তে ভাইরাল 'দাদা'র নাচ sourav ganguly will dance with dona ganguly on dadagiri season 9 grand finale, know in details Dadagiri Season 9: 'দাদাগিরি'র মঞ্চে ডোনার সঙ্গে কোমর দোলালেন সৌরভ, মুহূর্তে ভাইরাল 'দাদা'র নাচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/00ea9787e8eef24f8c1c8987289da61e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সমাপ্ত হবে 'দাদাগিরি'র চলতি সিজন (Dadagiri Season 9)। আগামী ৫ জুন সম্প্রচারিত হবে 'দাদাগিরি সিজন ৫'-এর গ্র্যান্ড ফিনালে (Dadagiri Season 9 Grand Finale)। তারই কিছু ঝলক প্রকাশ্যে এল। যাতে দেখা যাচ্ছে, গ্র্যান্ড ফিনালেতে সহধর্মিনী ডোনার (Dona Ganguly) সঙ্গে কোমর দোলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় দাদার নাচ। মিষ্টি এই জুটির রসায়ন দেখে উচ্ছ্বাস প্রকাশ নেট নাগরিকদের।
'দাদাগিরি সিজন ৫ গ্র্যান্ড ফিনালে'-
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে 'দাদাগিরি সিজন ৯'-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে ডোনা গঙ্গোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরই 'ওম শান্তি ওম' ছবির 'আঁখোমে তেরি' গানে কোমর দোলাতে দেখা যাচ্ছে তাঁদের। এর পাশাপাশি বেশ কিছু মজার অভিজ্ঞতাও শেয়ার করেন সকলের প্রিয় দাদা। বলেন, 'সকালবেলা বলল আমাকে নাচতে হবে। রিহার্সাল লাগবে তোমার সঙ্গে। আমি বললাম আমি স্টেজেই ফাটাফাটি।' এরপরই স্ত্রীর কাছে সৌরভ জিজ্ঞাসা করে নেন যে, তাঁর পারফরম্যান্স ঠিক আছে কিনা। ডোনাও সলজ্জ ভঙ্গীতে উত্তর দেন, 'একদম। পুরো ফাটাফাটি।' ভিডিও পোস্ট করে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়েছে, 'আসছে বাংলা টেলিভিশনের সবথেকে বড় রিয়েলিটি শো 'দাদাগিরি সিজন ৯'-এর গ্র্যান্ড ফিনালে। ৫ জুন রবিবার রাত ৮টায়।'
আরও পড়ুন - Karan Johar Birthday Bash: কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে দেখা গেল না যে বলি তারকাদের
প্রসঙ্গত, কয়েকদিন আগেই 'দাদাগিরি'র মঞ্চে আসেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। সবুজ সাদার শিফন শাড়িতে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হয়েছিলেন জাহ্নবী। খোলা চুল, মুখে ঝলমলে হাসি জাহ্নবীই যেন অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। ‘মম’ ছবির প্রচারে একবার একটি বিশেষ পর্বে ‘দাদাগিরি’র মঞ্চে এসেছিলেন বনি কপূর-শ্রীদেবী। সেই বৃত্ত যেন সম্পূর্ণ করলেন তাঁদের বড় মেয়ে জাহ্নবী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে নাচের ছন্দে পা মিলিয়ে, রসোগোল্লায় মজে জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে বিশেষ এই পর্বের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিলেন তিনিই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)