Sudipta Chakraborty: মজার খেলায় জিতলেই এবার ১ লাখ টাকা! নতুন শোয়ের সঞ্চালনায় সুদীপ্তা
Sudipta Chakraborty's New Show: মোট চারটি রাউন্ড থাকবে এই শো-তে। প্রত্যেক রাউন্ডের শেষেই বিজয়িনী হবেন যাঁরা, তাঁদের জন্য থাকবে পুরস্কার।
কলকাতা: নতুন টেলিভিশন শো পরিচালনায় সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। সান বাংলায় আসছে নতুন নন-ফিকশন শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। বাংলার মস্ত মহিলারাই অডিশনের মাধ্যমে এই শো-তে অংশগ্রহণ করতে পারবেন। একজন নয়, প্রতিযোগী থাকবেন অনেকেই।
মোট চারটি রাউন্ড থাকবে এই শো-তে। প্রত্যেক রাউন্ডের শেষেই বিজয়িনী হবেন যাঁরা, তাঁদের জন্য থাকবে পুরস্কার। একেবারে শেষ রাউন্ডে থাকবে এক লাখ টাকা পুরস্কার। প্রত্যেক পর্বে ৩জন করে মহিলা প্রতিযোগী থাকবেন। খালি হাতে ফেরানো হবে না কাউকেই এমনটাই ঠিক করেছেন নির্মাতারা। চ্যানেলের তরফ থেকে জানানো হচ্ছে, এই শো কেবলমাত্র একটি গেম শো বা টাকা জেতার খেলা নয়। 'লাখ টাকার লক্ষ্মীলাভ' হতে চলেছে মহিলাদের স্বপ্নপূরণের খেলা। মহিলাদের স্বপ্নপূরণ করার ইচ্ছেকেউ আরও জোরালো করে তুলবে 'লাখ টাকার লক্ষ্মীলাভ' শো-টি।
এই শো নিয়ে সঞ্চালিকা সুদীপ্তা বলছেন, ''লাখ টাকার লক্ষ্মীলাভ' একটা নতুন নন-ফিকশন শো যেটা সান টিভিতে আসতে চলেছে। আমার নন-ফিকশন শো সঞ্চালনা করতে বরাবরই ভীষণ ভাল লাগে। মনে হয়, এটা তো আমারই জায়গা। বলতে গেলে, নিজেকে খুঁজে পাই এই শো-এর মাধ্যমে। শুভঙ্কর যখন আমায় এই অফারটা দিয়েছিল, দ্বিতীয়বার ভাবিনি। আসলে বাংলা টেলিভিশনে শুভঙ্কর চট্টোপাধ্যায় নন ফিকশন বানাচ্ছেন এটা তো একাট দারুণ ব্যাপার। আমার ওঁর পরিচালনায় নন ফিকশন শো কখনও করা হয়নি। কিন্তু আমাদের দুজনেরই একসঙ্গে কাজ করার ভীষণ ইচ্ছে ছিল। তাই এই সুযোগটা আসতে আর হাতছাড়া করলাম না। তার ওপর, আমায় দর্শক সারাক্ষণই বলতে থাকেন, টিভিতে কেন আমায় দেখতে পাওয়া যায় না.. আমার নিজেরও ইচ্ছা করে। কিন্তু ফিকশন শো বা ধারাবাহিকে সময় দিতে পারব কি না এই ভয়ে আমার ফিকশন করা হয়ে ওঠে না। ভাল ভাল অফার আসলেও, সময় করে উঠতে পারব কি না ঠিক করতে পারি না বলেই রাজি হওয়া হয়ে ওঠে না। যেহেতু একসঙ্গে অনেকটা শ্যুট করে নেওয়া যায়, সেই সুবিধা রয়েছে নন ফিকশনে। মাঝে বিরতি পাওয়া যায়। আমি আরও যা যা কাজের সঙ্গে যুক্ত সেগুলো করেও এটা করা সম্ভব। আরও একটা কারণ হল, আমি সুদীপ্তা হয়েই, আমার যা চারিত্রিক বৈশিষ্ট সেগুলো নিয়েই আমি একটা শো করতে পারি। এই শো টা যেভাবে ভাবা হয়েছে, সেটা একেবারেই আমি। আমার অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে একেবারে মিলে যায়। আমি ভীষণ খুশি এবং আশাবাদী যে শো-টা দারুণ হবে। আর এই শোয়ের মাধ্যমে আমি আবার অনেক দর্শকের কাছে পৌঁছে যেতে পারব এটা ভেবে আমার দারুণ লাগছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।