Top Entertainment News Today: 'ফাদার্স ডে'-তে শাহরুখের বিশেষ উপহার, আলিয়ার হলিউড সফরের ঝলক, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। আর মুক্তির পর থেকেই একের পর এক ইস্য়ুতে সমালোচনার জর্জরিত হয়েছে এই ছবি। অন্যদিকে, ফাদার্স ডে-তে প্রকাশ পেল মেয়ের প্রথম ছবির ট্রেলার। শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর কাছে এর চেয়ে বড় উপহার আর কীই বা হতে পারে? একথা তিনি লিখলেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় মেয়ে সুহানা খানের (Suhana Khan) প্রথম ছবি ‘দ্য আর্চিজ়’ (The Archies)-এর ট্রেলার শেয়ার করে নিলেন গর্বিত বাবা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
তাইওয়ানে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'দোস্তজী'
দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ইতিমধ্য়েই সমাদৃত হয়েছে পরিচালক প্রসূন চট্টোপাধ্য়ায় ছবি 'দোস্তজী'। আর এবার এই ছবির মুকুটে যুক্ত হল নতুন পালক। তাইওয়ানে মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালক ফেসবুকে তাইওয়ান ভাষার ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন এটিই সম্ভবত প্রথম বাংলা ছবি যেটি তাইওয়ানে মুক্তি পাবে। প্রসঙ্গত, আমেরিকার একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (Prasun Chatterjee) ছবি 'দোস্তজী'।
'আদিপুরুষ'-এর বজরঙ্গবলীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত বিতর্ক
'আদিপুরুষ' মুক্তির আগে থেকে শুরু করে মুক্তির পরবর্তী পর্যায়.. বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই ছবির। এই যুগ সোশ্যাল মিডিয়ার, আর তাই, ছবির মুক্তির প্রথমদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিভিন্ন ক্লিপিংস, ছবিও। কোথাও সাপে আবৃত হয়ে রাবণের শুয়ে থাকার দৃশ্য, কোথাও আবার কৃতি শ্যানন (Kriti Shanon) ও প্রভাসের (Prabhas)-এর রোম্যান্সের দৃশ্য... একাধিক দৃশ্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও ট্রোলিং। তবে সবচেয়ে বেশি যে অংশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ও ট্রোলিং হয়েছে, সেটি হল হনুমানের লেজে আগুন লাগিয়ে দেওয়ার দৃশ্য ও তার সংলাপগুলি। ওম রাউতের পরিচালিত এই পৌরাণিক ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আর সেইখান থেকে সবচেয়ে বেশি যে ক্লিপিংসটি ছড়িয়ে পড়েছে সেটি হল বজরঙ্গবলীর বলা সংলাপগুলি। যেখানে কখনও বলা হয়েছে, 'যো হামারি বেহেনো কো হাথ লাগায়গা, উনকি লঙ্কা লাগা দেঙ্গে।' কখনও আবার বলা হয়েছে, 'আগ তেরে বাপ কা, কাপড়া তেরা বাপ কা, তেল তেরে বাপ কা, জ্বলেগি ভি তেরে বাপ কি..'। আর এই ধরনের সংলাপ শুনে রীতিমতো চটেছেন অনুরাগীরা। তাদের অভিযোগ, এই ধরণের সংলাপ ব্যবহার করে রামায়ণ বিশ্বাসী হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে।
দীর্ঘদিনের বান্ধবী দৃশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সানি দেওলের পুত্র কর্ণ
সাত পাকে বাঁধা পড়লেন সানি দেওলের পুত্র কর্ণ দেওল (Karan Deol) ও দৃশা আচার্য্য (Drisha Acharya)। প্রকাশ্যে এল বিয়ের পরে তাঁদের প্রথম ছবি। সোশ্যল মিডিয়ায় এই ছবি ভাগ করে নিয়েছেন নবদম্পতি থেকে শুরু করে পরিবারের অনেকেই। পঞ্জাবি রীতি মেনে পালন হল বিয়ের যাবতীয় অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় আজ বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন কর্ণ দেওল। তিনি লিখেছেন, 'তুমি আমার আজ ও আগামীকালে থাকবে। আমাদের জীবনের এটা একটা সুন্দর শুরু। যাঁদের ভালবাসা, আশীর্বাদ আমাদের ঘিরে রয়েছে, তাঁদের অনেক অনেক ধন্যবাদ আর শ্রদ্ধা।'
'ফাদার্স ডে'-তে বিশেষ উপহার পেলেন শাহরুখ
ফাদার্স ডে-তে প্রকাশ পেল মেয়ের প্রথম ছবির ট্রেলার। শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর কাছে এর চেয়ে বড় উপহার আর কীই বা হতে পারে? একথা তিনি লিখলেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় মেয়ে সুহানা খানের (Suhana Khan) প্রথম ছবি ‘দ্য আর্চিজ়’ (The Archies)-এর ট্রেলার শেয়ার করে নিলেন গর্বিত বাবা। পর্দার অভিনয় জগতে এবার পা রাখছেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)। তবে বড়পর্দায় নয়, ওয়েব সিরিজে। নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য আর্চিজ়’ (The Archies) । সদ্যই নির্মাতাদের পক্ষ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল এই মিউজি়ক্যাল ফিল্মের পোস্টার। কেবল সুহানা নয়, এই মিউজি়ক্যাল ফিল্মের হাত ধরে অভিনয় জগতে অভিষেক হচ্ছে আরও দুই তারকা সন্তানের (Star Kid)। একজন শ্রীদেবী (Sridevi) ও বনি কপূরের (Bonny Kapoor)-এর কন্যা খুুশি কপূর (Khushi Kapoor) অপরজন, অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর নাতি অগস্ত্য নন্দ (Agastya Nanda)। আজ প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।
হলিউডে পা আলিয়ার
এবার হলিউডে আলিয়া ভট্ট (Alia Bhatt)। নায়িকা যে হলিউডে পাড়ি দিয়েছেন এই খবর পাওয়া গিয়েছিল অনেকদিন আগেই। আর আজ মুক্তি পেল তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন' (Heart of Stone)-এর ট্রেলার। নেটফ্লিক্সে (Netflix) ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা যাবে আলিয়াকে। আর মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক। আর সেখানে খলনায়িকার ভূমিকায় দেখা গেল আলিয়াকে। বলিউডে ১১ বছর পার করেছেন আলিয়া। কর্ণ জোহরের (Karan Johar)-এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার (Student of The Year) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া। নিজের জাত চিনিয়েছেন বার বার। আর এবার তাঁর সফর পাড়ি দিয়েছে হলিউডে।
আরও পড়ুন: Pomegranates Benefits: হৃদযন্ত্র এবং মস্তিষ্কের পুষ্টির জন্য় জরুরি ডালিম, রয়েছে আরও উপকার
আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?