Ushasi Chakraborty: শাড়িতে লেখা বিচারের দাবি, 'মেরুদন্ড বিক্রি নেই'.. ভাইফোঁটাতেও আরজি কর নিয়ে সরব উষসী
Ushasi Chakraborty on Bhai Dooj: উষসী যে শাড়িটি পরেছেন তার পাড়ে লেখা মেরুদন্ড বিক্রি নেই। এছাড়াও তাঁর ব্লাউজের পিঠে সেলাই করে ফুটিয়ে তোলা হয়েছে 'বিচার চাই' কথাটা।
কলকাতা: তাঁর ভাইফোঁটার উৎসবেও মিশে রইল বিচারের দাবি। আরজি কর আন্দোলনে যোগ দেওয়া অভিনেতা অভিনেত্রীদের দলে অন্যতম মুখ ছিলেন তিনি। আর সেই উষসী চক্রবর্তী (Ushasi Chakraborty) বাড়িতে উদযাপন করলেন ভাইফোঁটা। তবে সঙ্গে রইল বিচারের দাবিও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।
উষসী সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে, তিনি যে শাড়িটি পরেছেন তার পাড়ে লেখা মেরুদন্ড বিক্রি নেই। এছাড়াও তাঁর ব্লাউজের পিঠে সেলাই করে ফুটিয়ে তোলা হয়েছে 'বিচার চাই' কথাটা। আরজি কর ঘটনা ঘটে যাওয়ার ৮০ দিনেরও বেশি পার হয়ে গিয়েছে। এখনও মেলেনি বিচার। আর সেই ঘটনা যাতে মানুষ না ভুলে যায়, উৎসব অনুষ্ঠানে যাতে ম্লান না হয়ে যায় আরজি করের বিচারের দাবি, সেই চেষ্টাতেই এই পদক্ষেপ করলেন অভিনেত্রী। সাদামাটা ঘরোয়া সাজেই সেজেছিলেন অভিনেত্রী।
অন্যদিকে, আজ সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটা নিয়ে পোস্ট করেছেন কিঞ্জল নন্দও। আরজি করের ঘটনার পর থেকেই আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল। তিনি রাতদখল থেকে শুরু করে সামিল হয়েছিলেন প্রত্যেক আন্দোলনে। বারে বারেই তিনি ছুটি গিয়েছেন অনশন মঞ্চে। তবে সেই সমস্ত পেরিয়েও বর্তমানে কাজে ফিরেছেন কিঞ্জল। একদিকে তিনি যেমন চিকিৎসা চালাচ্ছেন, অন্যদিকে শেষ করেছেন তাঁর নতুন ছবির শ্যুটিংও। তবে সব কিছু যে স্বাভাবিক হয়ে যায়নি, আরজি কর ঘটনার ক্ষত যে এখনও দগদগে, সেই প্রমাণ পাওয়া গেল কিঞ্জল নন্দের ফেসবুক পোস্টেই।
কি লিখেছেন কিঞ্জল? তিনি লিখেছেন, 'ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেবো না, রাখীও পরবো না। সেই যোগ্যতা হারিয়েছি।' স্পষ্টতই, এখানে তিনি আরজি করের নিহত চিকিৎসকের কথাই বলেছেন। কি়ঞ্জলদের আন্দোলনের স্লোগানের মধ্য একটি অন্যতম ছিল, 'আমার বোনের বিচার চাই'। নির্যাতিতাকে বোন বলে উল্লেখ করেই তাঁর বিচারের দাবিতে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকা। আর তাই, সেই বোনকে বাঁচাতে পারেননি বলেই যেন আত্মগ্লানিতে ভুগছেন কিঞ্জল। সেই কারণেই এই শপথ।
View this post on Instagram
আরও পড়ুন: Aparajita Auddy: ঘরোয়াভাবেই ভাইফোঁটার আয়োজন অপরাজিতার, করলেন মঙ্গলকামনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে