এক্সপ্লোর
Aparajita Auddy: ঘরোয়াভাবেই ভাইফোঁটার আয়োজন অপরাজিতার, করলেন মঙ্গলকামনা
Aparajita Auddy News: সিনেমা ও ধারাবাহিকের পাশাপাশি বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানই দশভূজা হয়ে সামলান অপরাজিতা। সেই তালিকায় রয়েছে ভাই ফোঁটাও।
ঘরোয়াভাবে ভাইফোঁটা পালন অপরাজিতার
1/10

বাড়িতেই ভাই ফোঁটা দিলেন অপরাজিতা আঢ্য, ভাইদের ফোঁটা দিলেন, করলেন একাধিক আয়োজনও।
2/10

সিনেমা ও ধারাবাহিকের পাশাপাশি বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানই দশভূজা হয়ে সামলান অপরাজিতা। সেই তালিকায় রয়েছে ভাই ফোঁটাও।
3/10

সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অপরাজিতার দাদা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন অপরাজিতা।
4/10

অনেকদিন পরে অপরাজিতার বাড়িতে বিয়ের সানাই বাজল। মায়ের ইচ্ছা মতো বাপের বাড়ি থেকেই দাদার বিয়ে দিয়েছিলেন অপরাজিতা।
5/10

দাদাকে ভীষণ ভালবাসেন অপরাজিতা। সব সময় তিনি যে দাদাকে আগলে রাখেন, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়।
6/10

সেই দাদাকেও ভাইফোঁটা দিলেন অপরাজিতা। সঙ্গে ছিলেন তাঁর ভাইও।
7/10

লাল শাড়ির সাবেকি সাজে সেজেছিলেন অপরাজিতা, তাঁর ভাই ও দাদারাও পরেছিলেন পাঞ্জাবি।
8/10

সদ্য বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন অপরাজিতা। প্রত্যেক বারই তাঁর বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজো হয়।
9/10

তবে এই বছর আরজি করের ঘটনার কারণেই খুব বড় করে বাড়িতে পুজোর আয়োজন করেননি অপরাজিতা। ঘরোয়াভাবেই পুজো সেরেছিলেন তিনি।
10/10

আর ভাইফোঁটাও তিনি পালন করলেন ঘরোয়াভাবেই। তবে ভাইদের প্লেট ভরা ছিল মিষ্টিতে। আয়োজন ছোট হলেও, ভালবাসার খামতি ছিল না ভাইবোনের।
Published at : 03 Nov 2024 03:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























