Dark Circles: ডার্ক সার্কেলের সমস্যায় জেরবার, সহজে দূর করতে পারবেন এই নিয়মগুলি মেনে চললে
Skin Care Tips: ত্বকের একাধিক সমস্যার সমাধান হয় আলোভেরার সাহায্যে। বিশেষ করে আলোভেরা জেল যেকোনও ধরনের কালচে দাগছোপ দূর করতে কাজে লাগে দারুণ ভাবে।
Dark Cicles: ডার্ক সার্কেল দূর করার জন্য অনেকেই বাজারচলতি অনেক উপকরণ ব্যবহার করে থাকেন। তবে এক্ষেত্রে দারুণ ভাবে কাজে লাগে ঘরোয়া টোটকা। বিশেষ করে আয়ুর্বেদের উপর ভরসা রাখলে খুব অল্প সময়ের মধ্যেই ফিকে হবে আপনার ডার্ক সার্কেল (Dark Cicle)। টানা কয়েকদিন নিয়ম মেনে কিছু অভ্যাস করতে হবে। তাহলে উপকার পাবেন আপনি। এক্ষেত্রে কী কী করবেন একনজরে দেখে নিন।
আলুর রস- আলু টুকরো করে কেটে নিয়ে তারপর ভাল করে ঘষে নিন। এবার ওই নির্যাস চিপে নিলে যে রস বেরোবে তা চোখের চারপাশের ডার্ক সার্কেলে লাগিয়ে রাখুন। সহজে করতে চাইলে আলু টুকরোও ঘষতে পারেন। এর ফলে ক্রমশ ডার্ক সার্কেল ফিকে হয়ে যাবে। আলুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেলস। মূলত ভিটামিন সি এবং স্টার্চে ভরপুর এই আলুর রস চোখের চারপাশের ত্বকে পুষ্টির যোগান দেয়। কালচে দাগছোপ ক্রমশ ফিকে করে এবং চোখের চারপাশের চামড়ার কুঁচকে যাওয়ার সমস্যাও দূর করে
আলোভেরা- ত্বকের একাধিক সমস্যার সমাধান হয় আলোভেরার সাহায্যে। বিশেষ করে আলোভেরা জেল যেকোনও ধরনের কালচে দাগছোপ দূর করতে কাজে লাগে দারুণ ভাবে। আলোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন লেবুর রস, মধু কিংবা গোলাপ জল। এরপর এই মিশ্রণ আলোতো হাতে চোখের চারপাশে ম্যাসাজ বা মালিশ করলে ক্রমশ কমবে ত্বকের ইনফ্লেমেশনের সমস্যা এবং ধীরে ধীরে দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা।
আমন্ড অয়েল- ত্বক এবং চুলের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে আমন্ড অয়েল। রূপচর্চায় এই তেলের নানা ধরনের ব্যবহার রয়েছে। ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কপার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই আমন্ড অয়েল। নিয়ম করে কয়েকদিন আমন্ড অয়েল দিয়ে চোখের চারপাশের ডার্ক সার্কেলের উপর মালিশ করে উপকার পাবেন। সময় লাগলেও ধীরে ধীরে ফিকে হবে ডার্ক সার্কেল। এর পাশাপাশি চোখের চারপাশের ত্বক নরম এবং মোলায়েম হবে।
কেশর- ঠান্ডা এবং কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রাখুন অল্প কেশর। তারপর তুলোর সাহায্যে ডার্ক সার্কেলের মধ্যে ওই মিশ্রণ লাগিয়ে নিতে হবে। কেশরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডস। এই দুই উপকরণ যেকোনও ধরনের দাগছোপ এবং পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।
গ্রিন টি ব্যাগ- চোখের চারপাশে অতিরিক্ত ডার্ক সার্কেল থাকলে গ্রিন টি ব্যাগ ব্যবহার করতে পারেন। চা খাওয়া হয়ে গেলে সেই টি ব্যাগ ফেলে না দিয়ে বরং চোখের চারপাশে আলতো হাতে বুলিয়ে নিন। এর মাধ্যমে অল্প সময়েই ফিকে হবে আপনার ডার্ক সার্কেল। ব্ল্যাক টি- এর টি ব্যাগ দিলেও ডার্ক সার্কেলের হাত থেকে নিস্তার পাবেন।
আরও পড়ুন- মেকআপের সরঞ্জাম অনেকদিন ভাল রাখার জন্য কীভাবে যত্ন করবেন?