Saraswati Puja 2022: জ্ঞানের দেবী সরস্বতীকে স্মরণ করে প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা
চলতি বছর সরস্বতী পুজোর তিথি পড়েছে ৫ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪৭ মিনিট থেকে ৬ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪৬ মিনিট পর্যন্ত। এই বিশেষ দিনে কীভাবে প্রিয়জনকে শুভেচ্ছা জানাবেন? রইল শুভেচ্ছাবার্তার কিছু উদাহরণ।
কলকাতা: রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja)। চলতি বছর ৫ ফেব্রুয়ারি শনিবার পড়েছে এই বিশেষ দিন (Saraswati Puja 2022)। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী। সরস্বতী পুজো আসলেই বোঝা যায় শীতের শেষ করে বসন্তকালের শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কথিত রয়েছ, এই দিন দেবী সরস্বতী উত্তরদিকে দরকাটাকে বন্ধ করে দেন। যাতে কনকনে উত্তুরে হাওয়া প্রবেশ করতে না পারে। সরস্বতী পুজোর এই বিশেষ দিন দেশের অন্য বিভিন্ন প্রান্তে বসন্ত পঞ্চমী হিসেবেও পালন করা হয়।
জ্ঞানের দেবী সরস্বতী পূজিত হন স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে। পড়শোনা, শিল্প, কলা জ্ঞান, বিদ্যার দেবী সরস্বতী মর্তলোকে আসেন শ্বেতশুভ্র কিংবা হলুদ বসনে। চলতি বছর সরস্বতী পুজোর তিথি পড়েছে ৫ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪৭ মিনিট থেকে ৬ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪৬ মিনিট পর্যন্ত। এই বিশেষ দিনে কীভাবে প্রিয়জনকে শুভেচ্ছা জানাবেন? রইল শুভেচ্ছাবার্তার কিছু উদাহরণ। এখনই সেভ করে রাখুন মোবাইলে। আর সময় মতো পাঠিয়ে দিন প্রিয়জনকে।
আরও পড়ুন - Happy Basant Panchami 2022: সরস্বতী পুজোর বিশেষ হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোডের পদ্ধতি
১. শীতকাল গিয়ে মনোরম বসন্তকাল আসছে। এভাবেই তোমার জীবনেও বসন্তকাল আসুক অনেক সুখবর আর খুশি নিয়ে। শুভ বসন্ত পঞ্চমী। শুভ সরস্বতী পুজো।
২. প্রার্থনা করি দেবী সরস্বতী সমস্ত অন্ধকার এবং অশুভ শক্তিকে দূর করে তোমার জীবনে অনেক আলো এবং জ্ঞানের ভান্ডার খুলে দিন। শুভ সবস্বতী পুজো।
৩. বসন্ত পঞ্চমীর উপহার হিসেবে তোমার জীবনে আসুক অনেক খুশি। দেবী সরস্বতী বিরাজ করুন তোমার জ্ঞানের ভান্ডারেয শুভ বসন্ত পঞ্চমী। শুভ সরস্বতী পুজো।
৪. বাতাসে বসন্তের মনোরম পরিবেশ। এমন সুখকর আর মনোরম পরিবেশ তোমার জীবনে সবসময় থাকুক। এই প্রার্থনাই করি।
৫. তোমার জীবন ভরে উঠুক বিদ্যা, বুদ্ধি আর অনেক জ্ঞানে। জ্ঞানের আলো জ্বলুক তোমার জীবনে।
৬. দেবী সরস্বতীর আশীর্বাদে ভরে উঠুক তোমার জীবন। শুভ সরস্বতী পুজো।
৭. ঘুড়ি যেমন অনেক উঁচুতে ওড়ে, তোমার জ্ঞানের পরিধিরও যেন কোনও সীমা না থাকে। দেবী সরস্বতীর আশীর্বাদ সবসময় বর্ষিত হোক তোমার ও তোমার পরিবারের উপর।