(Source: ECI/ABP News/ABP Majha)
Happy Mothers Day 2024 Wishes: মাকে ভালবাসা জানিয়ে শুরু হোক মাতৃদিবস, পাঠান বিশেষ শুভেচ্ছাবার্তা
International Mothers Day 2024 Wishes: মাতৃদিবসে মাকে শুভকামনা জানিয়ে দিনটির শুরু করুন। এই দিন জননীকে পাঠান প্রিয় শুভেচ্ছাবার্তা।
Happy Mothers Day 2024 Wishes: আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন মা। গোটা জগতের সঙ্গে পরিচয় করিয়েছেন। তা-ই সেই মায়ের জন্য একটি বিশেষ দিন উদযাপন। আর সেই দিনটি হল আন্তর্জাতিক মাতৃদিবস (International Mother's Day 2024)। ২০২৪ সালে মাতৃদিবস (Mother's Day 2024) ১২ মে অর্থাৎ রবিবার পড়েছে। এই দিন সকাল সকাল নিজের মাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করুন কাজ। এতে মা-ও খুশি হবে, আপনার দিনটিও কাটবে অন্যরকম। কাজের সূত্রে মায়ের থেকে অনেক দূরে থাকেন। মাতৃদিবসে (International Mother's Day) মাকে শুভেচ্ছাবার্তাও পাঠাতে পারেন। প্রিয় জননীকে কী বলবেন মাতৃদিবসের ভোরে ? কী শুভেচ্ছাবার্তা পাঠাবেন ? রইল কিছু সেরা শুভেচ্ছাবার্তার হদিস।
আন্তর্জাতিক মাতৃদিবসের শুভেচ্ছাবার্তা (International Mother's Day 2024 Wishes)
- ছোট থেকে সকল বিপদ আপদে পাশে ছিলে তুমি। তোমার হাত ধরেই এত বড় হওয়া। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস মা।
- যার বকুনি খেয়ে এত বড় হওয়া, তাঁকে ছাড়া যেন জীবন অচল। আন্তর্জাতিক মাতৃদিবসের ভালবাসা তোমাকে।
- তোমার শাসন যেন আমাকে চিরকাল সঠিক পথ দেখায়। এই ভরসায় এগিয়ে চলেছি আগামীর দিকে। পাশে থেকে মা। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস।
- মা মানেই আমাদের সকলের একমাত্র আশ্রয়স্থল। সবাই বিরূপ হলেও তুমি মুখ ফেরাও না। তোমায় খুব ভালবাসি মা।
- স্কুল, কলেজ, অফিস যেন এক-একটা জীবন। আর এক-একটা জীবনে আমরা একেকরকম বন্ধু পাই। কিছু বন্ধু থাকে আবার কিছু বন্ধু হারিয়ে যায়। এর মধ্যে যে বন্ধু সারাজীবন থেকে যায়, সে হল মা। আজকের এই দিনটি শুধু তোমায় ভালবেসে।
- মা মানেই একফালিমুক্ত আকাশ। মনের যে কথাগুলি অন্য কাউকে বলা যায় না। সেই কথাগুলি মাকে অনায়াসে বলা যায়। তাই মাকে ভালবেসে আজকের এই বিশেষ দিন।
- তোমার মুখ আমার মনে সবচেয়ে প্রশান্তি দেয়। তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘ওগো, মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে…’। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস মা।
- তুমি পাশে থাকলে কোনও বাধাই যেন বাধা নয়। তুমি পাশে থাকলে সব বিপদ যেন তুচ্ছ হয়ে যায়। তাই সবসময় তোমার দেখানো পথে চলতে চাই মা। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস ।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - International Mother's Day 2024: মাতৃদিবসে হাসি ফুটুক মায়ের মুখে, দিন এই বিশেষ উপহার