![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Peanuts: প্রতিদিন বাদাম খাচ্ছেন? কী হতে পারে জানা আছে?
Health Tips: সকালে বিকালে উপকার হচ্ছে মনে করে বাদাম খাচ্ছেন। কিন্তু প্রতিদিন বাদাম খেলে কী কী হতে পারে জানা আছে?
![Peanuts: প্রতিদিন বাদাম খাচ্ছেন? কী হতে পারে জানা আছে? Here’s What Happens To Your Body When You Eat Peanuts Every Day, know in details Peanuts: প্রতিদিন বাদাম খাচ্ছেন? কী হতে পারে জানা আছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/27/f1bd5b528ebcea619b7e773c44d1a527_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: স্বাস্থ্যের উপকারে বহু মানুষ প্রতিদিন বাদাম (Peanuts) খেয়ে থাকেন। আপনিও হয়তো সেই তালিকাতেই পড়েন। সকালে বিকালে উপকার (Healthy) হচ্ছে মনে করে বাদাম খাচ্ছেন। কিন্তু প্রতিদিন বাদাম খেলে কী কী হতে পারে জানা আছে?
প্রতিদিন বাদাম খেলে যা হতে পারে- (Health Benefits Of Peanuts)
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাদাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা উপকারী উপাদান স্বাস্থ্যের নানা ঘাটতি পূরণে সাহায্য করে। ওজন কমানো থেকে স্মৃতিশক্তি উন্নত করা, প্রোটিনের ঘাটতি পূরণ থেকে নানা অসুখ প্রতিরোধ সমস্তই করতে পারে বাদাম।
২. প্রতিদিন যদি একমুঠো করে বাদাম খাওয়া যায়, তাহলে মধুমেহ রোগের ঝুঁকি অনেকটাই কম হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এতে থাকা উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে সাহায্য করে।
৩. ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও কম করতে সাহায্য করে বাদাম। এতে থাকা ফলিক অ্যাসিড ক্যানসার প্রতিরোধ সাহায্য করে। বিশেষ করে কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে বাদামের জুড়ি মেলা ভার।
আরও পড়ুন - Diabetes: নখে কোন লক্ষণগুলি দেখা দিলে বুঝবেন মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন?
৪. যাঁদের স্নায়ুর রোগ রয়েছে, তাঁদের জন্য অত্যন্ত উপকারী বাদাম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত বাদাম খেলে তাতে থাকা ভিটামিন বি, বি৩উপাদান মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে।
৫. স্মৃতিভ্রংশ বা অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বাদাম। তাই ছোট থেকে বড় সবাইকে প্রতিদিন অন্তত একমুঠো বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, স্মৃতিভ্রংশের সমস্যা দূর করে স্মৃতিশক্তি আরও প্রখর করে তোলে।
৬. ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে বিভিন্ন প্রকার হৃদরোগ দূর করতে সাহায্য করে বাদাম।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)