PM Modi Abhishek Dinner: বিদেশ ফেরৎ সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে নৈশভোজে প্রধানমন্ত্রী, যোগ দিলেন অভিষেকও
Abhishek PM Modi Dinner : প্রধানমন্ত্রীর আহ্বানে বিশেষ নৈশভোজে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি: গোটা বিশ্বের সামনে পাকিস্তানের আসল চেহারা সামনে আনতে তৎপর ভারত। সেজন্য ভারত থেকে ৭ টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল মোদি সরকার। ওই প্রতিনিধিদলের মধ্যে একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। মূলত তাঁরা প্রত্যেকেই 'অপারেশন সিঁদুর'এর কথা বিশ্বের দরবারে তুলে ধরেন। এদিকে ইতিমধ্যেই বিদেশ সফর সেরে তাঁরা একে একে ভারতে ফিরেছেন।বিদেশ ফেরৎ প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আহ্বানে বিশেষ নৈশভোজে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মঙ্গলবার ৭ নং লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজে বিদেশ ফেরৎ ৭ টি দলের সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। কংগ্রেস সাংসদ শশী থারুর, সলমন খুরশিদ, মণীশ তিওয়ারি সহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন নৈশভোজে যোগ দেন। মূলত অপারেশন সিঁদুর ও ভারত-পাকিস্থান সংঘর্ষ বিরতির পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ভারত থেকে ৭ টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। সাতটি প্রতিনিধি দলে মোট ৫৯ জন সদস্য ছিলেন।
Prime Minister Narendra Modi today hosted members of the various delegations who went to various countries, at 7, Lok Kalyan Marg. Delegation members talked about their meetings in different nations.
— ANI (@ANI) June 10, 2025
The delegations, consisting of MPs from across Party lines, former MPs and… pic.twitter.com/NjCXuIGodS
জাপানে গিয়ে পাগল কুকুরের পালনকারী বলে দেগেছিলেন পাকিস্তানকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানকে তুলোধনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়েছিলেন তিনি। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। উদাহরণ টেনে বলেছিলেন, ভারত, পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিকেশ করে দিয়েছে। মনে করিয়েছিলেন ৯/১১ থেকে ২৬/১১ এ জঙ্গি হামালার কথা। অর্থাৎ অভিষেকের কথায়, ' সাপ, সাপই থাকে। বদলায় না।' !
তিনি স্পষ্ট করেছিলেন, পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন করা হবে। ২২ তারিখে পহেলগাঁও হামলা শুধু আর ভারতের জাতীয় নিরাপত্তার জায়গায় আটকে নেই। এটা এখন গোটা বিশ্বের ইস্যু। তাই সবাইকে এই বিষয়ে ভাবতে বলেছেন তিনি। যদি আপনি ভারত ও পাকিস্তানের ইকোনমিক্সের দিকে তাঁকান, তাহলে স্বর্গ ও নরকের দেখা পাবেন।'সন্ত্রাসবাদের প্রশ্নে জাপানে বসে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টোকিতেও অভিষেক বলেছিলেন, ভারত মাথানত করবে না। যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেবে।'






















