Amit Shah: 'বিজেপির মিশন এখনও অসম্পূর্ণ, ৩০ বছর প্রয়োজন', মন্তব্য শাহের
Home Minister Amit Shah: শাহ এও বলেন, '৩৭০ নম্বর ধারার বিলোপ কেউ ভাবতে পারেনি। তিন তালাক প্রথা শেষ হোক, কেউ মানতে পারেনি। দেশে সিএএ-র প্রণয়ন হোক, কেউ চায়নি।
নয়া দিল্লি: শনিবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুণেতে নরেন্দ্র মোদির উপর লেখা একটি বইয়ের মরাঠা অনুবাদ প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন যে, বিজেপির মিশন এখনও অসম্পূর্ণ রয়েছে। ৩০ বছর প্রয়োজন আরও।
সেই অনুষ্ঠানে শাহ এও বলেন, '৩৭০ নম্বর ধারার বিলোপ কেউ ভাবতে পারেনি। তিন তালাক প্রথা শেষ হোক, কেউ মানতে পারেনি। দেশে সিএএ-র প্রণয়ন হোক, কেউ চায়নি। বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা ভাবতে পারে, কেউ মানেনি। সব ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার কাজ শেষ শেষ হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। কিন্তু এখনও মিশন অসম্পূর্ণ। ৫-১০ বছরে ভারতের মহান দেশ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। ৩০ বছর প্রয়োজন, পঞ্চায়েত থেকে সংসদ অবধি বিজেপি এলেই সম্ভব হবে। ভারত মাতাকে তখনই বিশ্বগুরুর স্থানে আমরা দেখতে পারব'।
𝐎𝐮𝐫 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐲𝐞𝐭!
— BJP (@BJP4India) February 18, 2023
If we truly wish to see Bharat as a 'Vishwa Guru', we will have to ensure at least 30 years for the Bharatiya Janata Party to serve the nation right from Panchayat to Parliament levels.
- Shri @AmitShah pic.twitter.com/r5DUVrRB8n
আরও পড়ুন, 'গেরুয়া তো স্বামীজির রং', কলকাতায় অনুষ্ঠানে এসে 'গেরুয়া' বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিংহ
এর আগে ত্রিপুরায় ভোট প্রচারের আগে অমিত শাহ বলেছিলেন, 'বামেদের ভোট দেওয়া মানে ফের হিংসায় ডুববে ত্রিপুরা। আপনারা বলুন, ফের ত্রিপুরায় হিংসা চান? .....বিজেপিকে ভোট মানে মোদিজিকে ভোট, বিকাশকে ভোট, ত্রিপুরার উন্নয়নকে ভোট।'