Coronavirus : ২৪ ঘণ্টায় এত নতুন সংক্রমণ ! আবারও কি মাস্কের আড়ালে থাকার দিন আসন্ন? কী জানাল কেন্দ্র?
COVID Advisory: রাজ্য গুলিকে কোভিড পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাতে বলেছে কেন্দ্র। কী কী পরামর্শ ?
![Coronavirus : ২৪ ঘণ্টায় এত নতুন সংক্রমণ ! আবারও কি মাস্কের আড়ালে থাকার দিন আসন্ন? কী জানাল কেন্দ্র? COVID Returns, Centre Issues Fresh Guidelines to States Coronavirus : ২৪ ঘণ্টায় এত নতুন সংক্রমণ ! আবারও কি মাস্কের আড়ালে থাকার দিন আসন্ন? কী জানাল কেন্দ্র?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/a92f1f671c87a267c1152e2e2f7c6729170295602109453_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। বিভিন্ন রাজ্যে ফের ছড়াচ্ছে ভাইরাস। এবার নজরে এসেছে কোভিডের আরেক উপরূপ বা সাব ভ্যারিয়েন্ট। তবে ফের যে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, তা যে শুধু নতুন সাব ভ্যারিয়েন্টের কারণেই ঘটছে, তা কিন্তু নয়। শেষ পাওয়া খবর অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে COVID-19 আক্রান্তের সংখ্যা ২৬০।
দেশে করোনার সক্রিয় রোগীর (active cases) সংখ্যা ১৮২৮। পরিসংখ্যান দেখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে ( Union Health Ministry), এখনও অবধি সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,৩৩,৩১৭।
মন্ত্রকের ওয়েবসাইট বলছে, ইতিমধ্যেই সারা দেশে ২২০ কোটি করোনার ডোজ দেওয়া হয়েছে। এখনই ভয়ের বার্তা না শোনালেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশবাসীর জন্য নয়া নির্দেশিকা জারি করেছে। তাতে পরিস্থিতি খারাপ হওয়ার আগে আরও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে পাঠানো হয়েছে এই নির্দেশ।
রাজ্য গুলিকে কোভিড পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাতে বলেছে কেন্দ্র।
- অবিচ্ছিন্ন নজরদারি বজায় রাখতে হবে রাজ্য সরকারগুলিতে।
- নিয়মিত ভাবে জেলায় জেলায় করোনা পরীক্ষা করাতে হবে।
- দেশে কোভিড পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে ৷
- করোনা ভাইরাসের জে এন.১ সাবভ্যারিয়েন্ট সম্প্রতি শনাক্ত করা হয়েছে। তবে এর দাপটেই যে করোনা ছড়াচ্ছে তেমন প্রমাণ এখনও নেই।
সূত্রের খবর, চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে যত জন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের সম্পর্কে তথ্য এবং নমুনার জিনোম পরীক্ষা করা হয়েছে কি না, তা নিয়ে রিপোর্ট তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। না পাঠানো হলে, তা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য়দিকে, করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। তবে গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1-এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে।
ফিরল করোনা, ১ দিনে দেশে ৫মৃত্যু, সতর্ক করল WHO-ও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)