![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
I.N.D.I.A: প্রাথমিকভাবে দেশের ৫ শহরে জনসভার সিদ্ধান্ত, বিরোধী জোটের পরবর্তী বৈঠক দিল্লিতে
I.N.D.I.A. Meeting:
![I.N.D.I.A: প্রাথমিকভাবে দেশের ৫ শহরে জনসভার সিদ্ধান্ত, বিরোধী জোটের পরবর্তী বৈঠক দিল্লিতে I.N.D.I.A: decision of public meetings in 5 cities of the country next meeting of the opposition alliance in Delhi I.N.D.I.A: প্রাথমিকভাবে দেশের ৫ শহরে জনসভার সিদ্ধান্ত, বিরোধী জোটের পরবর্তী বৈঠক দিল্লিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/2cd5a32f11e1e2dbbf871fa1f6a5b89d169357731906851_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, নয়াদিল্লি: পাটনা, দিল্লি, চেন্নাই, গুয়াহাটি, নাগপুর। প্রাথমিক ভাবে দেশের ৫ শহরে জনসভার সিদ্ধান্ত 'ইন্ডিয়া'র। ২ অক্টোবর দিল্লির রাজঘাটে জনসভার সিদ্ধান্ত। বিরোধী জোট 'ইন্ডিয়া'র পরের বৈঠক হবে দিল্লিতে।
এদিন মুম্বইতে দ্বিতীয় দিনের বৈঠক হয় 'I.N.D.I.A'-র। বৈঠকে ১৪ জনের সমন্বয় কমিটি তৈরি হয়। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রয়েছেন। কমিটিতে আছেন কে সি বেণুগোপাল রাও, শরদ পাওয়ার, স্ট্যালিন, হেমন্ত সোরেন, সঞ্জয় রাউত, ডি রাজা, ওমর আবদুল্লা, তেজস্বী যাদব, লালন সিং, রাঘব চাড্ডা, মেহবুবা মুফতি। সিপিএমের প্রতিনিধিও থাকবেন কমিটিতে, জানালেন সঞ্জয় রাউত। মুম্বইয়ে জোটের বৈঠকে ৩টি প্রস্তাব পাস হয়। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে প্রচার করা হবে। তবে লোগো কী হবে, তা এদিনের বৈঠকে চূড়ান্ত হয়নি। বিভিন্ন রাজ্যে শীঘ্রই আসন সমঝোতা সহ দেশজুড়ে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আর ঠিক এক মাস পর জনসভা শুরু করছে বিরোধী দলগুলি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের পাঁচ শহরে এই জনসভা হবে।
বিরোধী শিবিরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পাটনায়। জুন মাসে। জুলাই মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। তৃতীয় দফার বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে একযোগে লড়াইয়ের লক্ষ্যে কমিটি গঠনের দিকে জোর দিতে পারে I.N.D.I.A.। প্রত্যেক দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হতে পারে। একসঙ্গে কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নির্ধারণ করার বিষয়টিও দেখতে পারে কমিটি। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী শিবিরের নাম ঘোষণা করেন- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ২৬টি দলের প্রায় ৪ ঘণ্টার বৈঠক শেষে সেই ঘোষণা করা হয়। আর ৩১ অগাস্ট মুম্বইতে শুরু হয় তৃতীয় দফার বৈঠক। আজ ১ সেপ্টেম্বর ছিল I.N.D.I.A.-র বৈঠকের দ্বিতীয় দিন। সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করে নিতে চাইছে বিরোধী শিবির। পুরোদমে প্রস্তুতি শুরু করে দিতে চাইছে এক ছাতার তলায় আসা সব বিরোধী দলগুলিই। মূল্যবৃদ্ধি,বেকারত্ব, দুর্নীতি, বিভাজনের রাজনীতি মতো ইস্যুগুলিকে হাতিয়ার করে প্রচারে নামতে চলেছে I.N.D.I.A।
আরও পড়ুন: Jadavpur University: পড়ুয়াদের মর্জিতে যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি? সব পক্ষের সঙ্গে বৈঠকে উঠল দাবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)