India Corona Update: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল একদিনে মৃত্যুর সংখ্যা
India Covid19 Update: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯০ হাজার ৭০৭। একদিনে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ।
নয়াদিল্লি: দেশে করোনা (Corona) গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৭২৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। এখনও পর্যন্ত দেশে করোনায় (Covid19) মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৫৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৮৯ হাজার ১৭৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯০ হাজার ৭০৭। একদিনে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ। দৈনিক অ্যাক্টিভ কেসের (Active Case) হার ২.৪৩ শতাংশ। সাপ্তাহিক অ্যাক্টিভ কেসের হার ৩.০২ শতাংশ।
দেশের করোনা পরিস্থিতি:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল১০ হাজার ৭২৫ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের।
- দেশে একদিনে বেড়েছে মৃতের সংখ্যা
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৫৬ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৮৯ হাজার ১৭৬।
রাজ্যের করোনা আপডেট: রাজ্যে কমল গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের (Covid 19) সংখ্যা ২৫২। রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন। স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৭৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৪ জন। মোট সুস্থের সংখ্যা ২০ লক্ষ ৮১ হাজার ১০০ জন। রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়ে ৯৮.৮৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৪৫১।
আরও পড়ুন: UGC Fake Universities List : কলকাতার এই ২ বিশ্ববিদ্যালয় 'ভুয়ো', জানাল UGC, দেখুন সম্পূর্ণ তালিকা