India Corona Update: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু বাড়ল প্রায় ৪০ শতাংশ
India Corona Update: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
নয়াদিল্লি: করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা এবার সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় ৪০ শতাংশ। গতকালের তুলনায় সংক্রমণ-হার প্রায় ১০ শতাংশ বাড়ল। একদিনে প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়ল ওমিক্রন (Omicron) সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯১। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৭ দশমিক ৯৪ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৯২।গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪০৫ জন।
এদিকে রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার (Corona) দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে ১০ হাজার ৯৫৯ জন করোনা আক্রান্ত। রাজ্যে টানা ৬ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যুর সংখ্যা রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সরকারি হিসেব অনুযায়ী উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে ১ হাজার ৭৫৯জন সংক্রমিত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, পাঁচ বছরের কমবয়সীদের মাস্ক পরার প্রয়োজন নেই। শিশুদের মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৬ থেকে ১১ বছর বয়সীদের মাস্ক পরানো প্রয়োজন কিনা, তা ঠিক করবেন অভিভাবকরাই। ১২-র ওপরে বয়স হলে বড়দের মতো নিয়ম মেনে মাস্ক পরতে হবে। ছোটরা যারা মাস্ক পরবে, তাদের ক্ষেত্রে সাবান ও জল দিয়ে হাত ধোয়া অথবা অ্যালকোহল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১৮ বছরের কমবয়সীদের করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল বা মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগের প্রয়োজন নেই।
আরও পড়ুন: Covid Vaccination: টিকাকরণে পিছিয়ে বাংলা? পরিসংখ্যান প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের