Bihar BJP JDU Alliance End: জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফের একজোট নীতীশ-তেজস্বী
Bihar Politics: পুরনো সঙ্গী আরজেডির সঙ্গেই ফের হাত মেলাল নীতীশের দল। বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইলেন নীতীশ কুমার।
পটনা: মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, ধাক্কা খেল বিজেপি। বিহারে এনডিএ ছাড়ল নীতীশের জেডিইউ। বিহারে (Bihar) রাজনৈতিক পটে ফের পরিবর্তন। আশঙ্কা সত্যি করেই জেডিইউ (JDU)-বিজেপি (BJP) জোটে ভাঙন। এদিন নীতীশের ঘরে হওয়া বৈঠকে বড় সিদ্ধান্ত নিল দল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন নীতীশ কুমার। উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব। রাজ্যপালের সঙ্গে বিকেলে দেখা করছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। পুরনো সঙ্গী আরজেডির সঙ্গেই ফের হাত মেলাল নীতীশের দল।
সম্প্রতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও গরহাজির ছিলেন নীতীশ। এই পরিস্থিতিতে আজ পাটনায় নিজের বাসভবনে দলীয় সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করেন নীতীশ। বিরোধীদল আরজেডি-র ডাকে রাবড়ি দেবীর (Rabri Devi) বাসভবনে বৈঠক করেন কংগ্রেস (Congress) ও বাম (CPIM) নেতারা। বিকেলে পটনায় বিজেপির কোর কমিটির বৈঠকও রয়েছে।
#BiharPoliticalCrisis | In the Mahagathbandhan meeting today, RJD MLAs, MLCs and Rajya Sabha MP authorised party leader Tejashwi Yadav to take a decision and said that they are with him. Congress and Left parties MLAs have already said that they are with Tejashwi Yadav: Sources https://t.co/RsymYTi1O6
— ANI (@ANI) August 9, 2022
এর আগে ২০১৩-য় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ। ২০১৭-য় ফের জোট বাঁধে বিজেপি-জেডিইউ। ৫ বছর পর ফের ভাঙল জোট। ২০২০ সালে বিধানসভা নির্বাচনে বিহারে ২৪৩ আসনের মধ্যে একক দল হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জেতে লালুপ্রসাদ যাদবের আরজেডি। ৭৫টি কেন্দ্রে জয়ী হয় লালুর দল। বিজেপি জেতে ৭৪টি আসনে। তিন নম্বর হিসাবে নীতীশ কুমারের জেডিইউ পায় ৪৩টি আসন। সেই সময় বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের ক্ষমতায় আসে নীতীশের নেতৃত্বাধীন সরকার।
আরও পড়ুন, ওয়াকি টকিতে কথা বলার সময় ট্রেনের ধাক্কা, গার্ডের ছিন্নভিন্ন দেহ পড়ে রেললাইনে
তবে পদ্মের সঙ্গে সেই জোটইও এবার ভাঙলেন নীতীশ। আসন পরিসংখ্যানের হিসেব অনুসারে লালু-নীতীশ এবং কংগ্রেস জোট এক হলেই বিজেপিকে হারিয়ে অনায়াসেই ক্ষমতায় ফের আসবে এই জোট। ওয়াকিবহাল মহলের মতে এ যেন মহারাষ্ট্রের 'উলট-পুরাণ'। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যদি বিহার থেকে সরতে হয় মোদি ব্রিগেডকে তবে তা গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।