এক্সপ্লোর
রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ২ জওয়ান
নৌশেরা সেক্টরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

জম্মু: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সঙ্গে গুলির লড়াইয়ে বুধবার ২ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, সশস্ত্র অনুপ্রবেশকারীরা পাক-অধিকৃত কাশ্মীরের খরি থ্রয়াত জঙ্গলের মধ্য দিয়ে যখন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিল, সেই সময় তাদের রুখে মোকাবিলা করে ভারতীয় ফৌজ। নৌশেরা সেক্টরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনাস্থলেই মারা যান দুই সেনা জওয়ান। সেনা সূত্রে খবর, গোটা এলাকা ঘিরে ফেলেছে বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত বাহিনী-জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















