Joe Biden Wins US Elections: "আমার আজ এই জায়গায় আসার পিছনে যে নারীর ভূমিকা সবথেকে বেশি, তিনি আমার মা", নির্বাচন জিতে প্রথম বক্তব্যে কমলা হ্যারিস
"আমি এই পদে প্রথম মহিলা হতে পারি, তবে আমিই শেষ নই", বললেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট-ইলেক্ট
ওয়াশিংটন: আমেরিকার প্রথম মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী কমলা হ্যারিস। প্রথম হোটাইট হাউসের বাসিন্দার ডেপুটি নির্বাচিত কোনও ভারতীয় বংশোদ্ভূত।
While I may be the first, I won’t be the last. pic.twitter.com/R5CousWtdx Now the real work begins. While I may be the first woman in this office, I will not be the last—because every little girl watching tonight sees that this is a country of possibilities.
নির্বাচনে জেতার পর প্রথম বক্তব্য পেশ করতে গিয়ে হ্যারিস স্বীকার করেন তাঁর জীবনে মায়ের অবদানের কথা। বলেন, আমার আজ এই জায়গায় আসার পিছনে যে নারীর ভূমিকা সবথেকে বেশি, তিনি আমার মা, শ্যামলা গোপালন হ্যারিস। তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।
ক্যালিফোর্নিয়ার মার্কিন সেনেটর জানান, ১৯ বছর বয়সে যখন তিনি ভারত থেকে আসেন, হয়তো আজকের এই মুহূর্তটা কল্পনাও করেননি। কিন্তু তিনি গভীরভাবে সেই আমেরিকায় বিশ্বাস করতেন, যেখানে এমন মুহূর্ত সম্ভব।
To beat this pandemic.
To rebuild our economy.
To root out systemic racism in our justice system and society.
To combat the climate crisis.
To heal the soul of our nation.
The road ahead won't be easy. But America is ready. And so are @JoeBiden and I.
হ্যারিস বলেন, আমি তাঁর কথা ভাবছি, সেই প্রজন্মের কথা ভাবছি। কৃষ্ণাঙ্গ নারীরা, এশিয়, শ্বেতাঙ্গ, ল্যাটিনা, নেটিভ আমেরিকান নারীরা আজকের এই রাতের পথ প্রস্তুত করেছেন। আমি এই পদে প্রথম মহিলা হতে পারি, তবে আমিই শেষ নই।
তিনি জানান, নির্বাচন শেষ। এবার আসল কাজ শুরু হবে। বলেন, আমাদের সামনে এখন অনেক কাজ রয়েছে। সেটা শুরু করতে হবে। তিনি যোগ করেন, কঠিন কাজ, প্রয়োজনীয় কাজ, ভাল কাজ, যাতে এই মহামারীকে হারিয়ে মানুষের জীবন বাঁচানো যায়। অর্থনীতির পুনর্নির্মাণ করতে হবে, যাতে সমাজে বৈষম্য কমে।