এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
অবৈধ সম্পর্কের মিথ্যে অভিযোগে স্বামীর মানসিক যন্ত্রণা হতে পারে, বলল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি: স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের মিথ্যে অভিযোগ আনেন তবে তিনি মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। তা ছাড়া যে স্ত্রী অহরহ আত্মহত্যার হুমকি দেন তাঁর সঙ্গে থাকাও বিপজ্জনক। বলল দিল্লি হাইকোর্ট।
গত অক্টোবরে এক দম্পতির ডিভোর্সের সিদ্ধান্তে সিলমোহর দেয় ফ্যামিলি কোর্ট। ওই দম্পতির বিয়ে হয় ২০০৮-এ, তাঁদের বছর আটেকের একটি সন্তানও রয়েছে। মহিলার দাবি ছিল, তাঁর স্বামীর বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি তার প্রতিবাদ করলে তাঁরা দুজনে হাত মিলিয়ে তাঁকে সরিয়ে দিতে চাইছেন। যদিও স্বামী অস্বীকার করেন এই অভিযোগ। এ নিয়ে তিনি ফ্যামিলি কোর্টের দ্বারস্থ হলে আদালত তাঁর ডিভোর্স মঞ্জুর করে।
রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন স্ত্রী। কিন্তু আদালত জানিয়েছে, ওই মহিলা স্বামীর সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন, তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের যখনতখন গালিগালাজ করেন তিনি, আত্মহত্যার হুমকি দেন। স্বামীর বিরুদ্ধে তিনি যে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যে। এর ফলে ভদ্রলোকের তো বটেই, তাঁর বৌদিরও চরিত্রহনন করা হয়েছে। এ ধরনের অভিযোগ যে কোনও ব্যক্তির প্রচণ্ড মানসিক যন্ত্রণার কারণ হতে পারে।
এই পরিস্থিতিতে ওই স্ত্রীর সঙ্গে তাঁর একসঙ্গে থাকা যুক্তিহীন। এ কথা বলে ফ্যামিলি কোর্টের সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement