এক্সপ্লোর
Advertisement
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মত কিছুই করেননি মালালা: শ্রী শ্রী রবি শঙ্কর
নয়াদিল্লি: নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যই নন মালালা ইউসুফজাই। এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার মতো কিছুই করেননি তিনি। এমনই মন্তব্য করলেন ‘আর্ট অফ লিভিং’-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর।
মহারাষ্ট্রে খরার ভয়ানক পরিস্থিতি দেখতে গিয়েছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর। সেখানেই লাতুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নোবেল শান্তি পুরস্কার সম্পর্কে মন্তব্য করেন তিনি।
রবিশঙ্কর বলেন, তিনি কোনওদিনই নোবেল পুরস্কার গ্রহণ করবেন না। তিনি বলেন, আমাকে পূর্বে নোবেল পুরস্কার দেওয়ার কথা ওঠে। কিন্তু আমি তা গ্রহণ করিনি। আমি কাজে বিশ্বাস করি। সেই কাজের জন্য সম্মানিত হতে চাই না।
শ্রী শ্রী বলেন, আমাদের তাঁদেরই সম্মান জানানো উচিত, যাঁরা সম্মান পাওয়ার যোগ্য। মালালা ইউসুফজাইকে শান্তি পুরস্কার দেওয়ার বিরোধী আমি। ওই মেয়েটি(মালালা) নোবেল পুরস্কার পাওয়ার মত কিছুই করেনি।
Reporter: Malala ko puraskaar mila to kya galat thaa?
SriSri Ravi Shankar: Aur kya? Uss ladki ne kuch bhi nahin kiya pic.twitter.com/961EKb9d5e
— ANI (@ANI_news) May 2, 2016
উল্লেখ্য, পাকিস্তানের বাসিন্দা মালালা ইউসুফজাই এখনও পর্যন্ত বয়সে সবথেকে কনিষ্ঠ, যিনি এই পুরস্কার পেয়েছেন। মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার নিয়েই ছিল তাঁর লড়াই। এজন্য সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ যেতে বসেছিল তাঁর। স্কুলের বাসেই তাঁর মাথায় গুলি চালায় তালিবান জঙ্গিরা। পরে সেরে ওঠেন তিনি। মেয়েদের পড়াশোনার অধিকার নিয়ে কাজ করছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement