রাজ্যসভা নির্বাচন: শিক্ষাগত যোগ্যতায় শীর্ষে এস জয়শঙ্কর, প্রার্থী একশো কোটির মালিক জুগলজি ঠাকরও
আগামী ৫ জুলাই রাজ্যসভায় নির্বাচন। সেখানে গুজরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী।
আমেদাবাদ: আগামী ৫ জুলাই রাজ্যসভায় নির্বাচন। সেখানে গুজরাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। বিজেপির দুই ও কংগ্রেসের দুই। প্রসঙ্গত, এই নির্বাচনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রার্থী করেছে কেন্দ্রের শাসক দল। প্রার্থী করা হয়েছে একশো কোটির মালিক জুগলজি ঠাকরকেও। অন্যদিকে কংগ্রেসের দুই প্রার্থী হলেন চন্দ্রিকা চুদাসামা ও গৌরব পাণ্ড্য।
মঙ্গলবারই হলফনামা জমা করেছেন এই চার প্রার্থী। সেই হলফনামা অনুযায়ী সবথেকে শিক্ষিত প্রার্থী হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাকি প্রার্থীদের মধ্যে সবথেকে ধনী হলেন ৪৯ বছর বয়সী জুগলজি ঠাকর। তাঁর সম্পত্তির পরিমাণ ১০১.৪৮ কোটি। হলফনামায় তিনি জানিয়েছেন তাঁর একটি ফার্ম হাইস আছে। রয়েছে একটি ডুকাটি মোটরবাইকও। সেটি তাঁর ছেলের। ৬৪ বছরের এস জয়শঙ্কর হলফনামায় জানিয়েছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫.৮২ কোটি। ওই হলফনামাতেই এস জয়শঙ্কর জানিয়েছেন, জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এম.এ, এম.ফিল. ও পি.এইচডি করেছেন তিনি।
অন্যদিকে কংগ্রেস মনোনীত প্রার্থী চন্দ্রিকা চুদাসামা (৬৭) হলফনামায় জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২.৫৬ কোটি। কংগ্রেসরে দ্বিতীয় প্রার্থী গৌরব পাণ্ড্য হলফনামায় জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৯.২৫ কোটি। তার মধ্যে রয়েছে ১ লাখ ২৫ হাজার টাকার একটি রিভলভারও। উল্লেখ্য, অস্ত্র নিয়ে জমায়েত ও দাঙ্গায় মদত দেওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৭ সালে পুলিশের নির্দেশ অমান্য করায় গৌরব পাণ্ড্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ও ১৪৮ ধারায় মামলাও করা হয়েছে। হলফনামায় এই তথ্যও জানিয়েছেন ৫৯ বছরের গৌরব পাণ্ড্য।