WB Corona Cases রাজ্যে ১১ দিনে ছ’গুণ সংক্রমণ! সঙ্গে ভ্যাকসিন সংকট
করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে, রাজ্যে তৈরি হয়েছে ভ্যাকসিন সঙ্কট। একাধিক হাসপাতালে শেষ হয়ে গেছে করোনার ভ্যাকসিন।
সন্দীপ সরকার: মাত্র ১১ দিনে রাজ্যে ছ’গুণ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। প্রতি ১০০টি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ১০ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ১ দিনে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে সাড়ে আটশোর বেশি! দেশে যখন বেলাগাম গতিয়ে ছুটছে করোনা, তখন বাংলাতেও ঘুম কেড়েছে করোনার দ্বিতীয় ঢেউ!!! শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট! তার আগে, রাজ্যে নজিরবিহীন ভাবে বাড়ল করোনার গ্রাফ!!
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন। বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ২ হাজার ৭৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৮ জন। শুক্রবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। একধাক্কায় রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও বেড়ে গিয়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৯৪ জন বেড়ে আপাতত রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৩ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৭ জন। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ৮৮৪।
করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে, রাজ্যে তৈরি হয়েছে ভ্যাকসিন সঙ্কট। একাধিক হাসপাতালে শেষ হয়ে গেছে করোনার ভ্যাকসিন। যার মধ্যে অন্যতম সল্টলেক আমরি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভ্যাকসিনেশন বন্ধ রাখা হবে।
উৎকণ্ঠা আরও বাড়িয়েছে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া। সংগঠনের সভাপতি জানিয়েছেন, কলকাতার বেশিরভাগ বেসরকারি হাসপাতালে রেমডিসিভির পাওয়া যাচ্ছে না। যোগান কম থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। আগের মতো এই বিষয়ে সরকারি হস্তক্ষেপের দাবি করেছেন তিনি।
এদিকে, শনিবার দুপুরে ICMR-এর পোর্টালে সমস্যা দেখা দেয়। ফলে করোনা রিপোর্ট আপলোড করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।
সবমিলিয়ে ভোটের মাঝে যেভাবে উত্তোরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তাতে চিন্তার ভাঁজ প্রশাসন, চিকিৎসক থেকে সাধারণ মানুষ, সবার মধ্যেই।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )