West Bengal News Live: ‘বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরাবেন না, ইস্পাতমন্ত্রীকে চিঠি অমিতের
Get the latest West Bengal News and Live Updates: দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত।
LIVE
Background
মুকুলের তৃণমূলে ফেরার পর এবার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল ত্যাগী সাংসদ সুনীল মণ্ডল। একসঙ্গে কাজ করব বলেও প্রতিজ্ঞা ভেঙেছেন শুভেন্দু বলে আক্রমণ সুনীল মণ্ডলের।
নারী নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনে কেন চুপ মুখ্যমন্ত্রী? দিল্লি যাওয়ার আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের। বিকৃত তথ্য। নির্বাচন কমিশনের আওতায় থাকাকালীন হিংসা। ট্যুইট স্বরাষ্ট্র দফতরের।
তৃণমূলের কাছে আইএসএফ কর্মীরা সারেন্ডার না করলে মিলবে না ১০০ দিনের কাজ। আরাবুলকে পাশে নিয়ে হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূল পঞ্চায়েত প্রধানের। সংবিধান পরিপন্থী, সমালোচনা ভাঙড়ের বিধায়কের। কটাক্ষ দিলীপের।
ক্যানিংয়ে শ্যুটআউট। পরানিখেকোয় তৃণমূলের যুব নেতা ও তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ। হাসপাতালে ভর্তি দুজন। নেপথ্যে বিজেপি, অভিযোগ শাসকের। প্রতিক্রিয়া মেলেনি গেরুয়া শিবিরের।
বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই রাজীবের বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে। কোন্নগরে প্রবীর ঘোষালকে গদ্দার বলে উল্লেখ। পোস্টারে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। দলের অনুমতি নেই, প্রতিক্রিয়া শাসকের।
পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পর রাজীব, শোভন-বৈশাখীর পর তৃণমূল মহাসচিবের নাকতলার বাড়িতে মুকুল রায়।
মুকুল রায় এবার বিজেপি ছাড়ুন। ইস্তফা না দিলে আগামীতে দলত্যাগ বিরোধী আইন ব্যবহার। হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া মুকুলের। শিশির অধিকারীকে আগে আইন শেখান, পাল্টা কুণাল।
বনগাঁ পুরসভায় প্রশাসক বদল। চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে সরিয়ে নতুন প্রশাসক গোপাল শেঠ। পরে মহাকরণে ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ শঙ্করের। পরিষেবা না দেওয়ায় পদচ্যুতি, কটাক্ষ বিজেপির।
সংবিধানে প্রতিবাদের অধিকার স্বীকৃত। প্রতিবাদের অধিকার আর সন্ত্রাস এক নয়। দিল্লি হিংসায় ইউএপিএ ধারায় গ্রেফতারিতে পুলিশের কড়া সমালোচনায় হাইকোর্ট। নাতাশা, দেবাঙ্গনার জামিন মঞ্জুর।
মালদা সীমান্ত দিয়ে কীভাবে ঢুকেছিলেন হান? ঘটনার পুনর্নির্মাণ। ধৃতের ল্যাপটপের পাসওয়ার্ড ক্র্যাকে মান্দারিন জানা ব্যক্তির খোঁজ। তদন্তভার নিল এসটিএফ। শরীরে চিপ লুকিয়ে আছে কিনা জানতে খোঁজ।
সরকারি হাসপাতালে অক্সিজেনের ব্যাপক অপব্যবহার। প্রয়োজনে অক্সিজেন পাচ্ছেন না রোগী। যার প্রয়োজন নেই তাঁকে দেওয়া হচ্ছে লিটার লিটার অক্সিজেন। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে চাঞ্চল্যকর তথ্য। কড়া পদক্ষেপের নির্দেশ।
অটোর রড ভেঙে এফোঁড়-ওফোঁড় বুক। ৫ ঘণ্টার অস্ত্রোপচারে তরুণীকে বাঁচালেন এসএসকেএমের চিকিৎসকেরা। গলা ফুড়ে মাথায় লোহার শিকের সঙ্গে গলার চেন। প্রাণ বাঁচাল আর জি কর হাসপাতাল।
করোনা আবহে এবারেও গড়াবে না হুগলির মাহেশের রথের চাকা। মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। মন্দির চত্বরে তৈরি অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে।
West Bengal News Live Updates: গ্রেফতার হওয়া চিনের নাগরিককে হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ
অবৈধভাবে ভারতে প্রবেশের পর মালদায় গ্রেফতার হওয়া চিনের নাগরিককে হেফাজতে নিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই চিনা নাগরিক, তা জানতে সম্প্রতি ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
WB News Live Updates: এক রাতের বৃষ্টিতে ভাসল কাঁকসার অস্থায়ী সেতু, কার্যত বিচ্ছিন্ন জামবনি
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এক রাতের বৃষ্টিতে ভাসল কাঁকসার অস্থায়ী সেতু, কার্যত বিচ্ছিন্ন জামবনি।
West Bengal News Live Updates: কাল ফের শ্যুটিং শুরু করা যাবে বলে আশায় প্রযোজক ও কলাকুশলীরা
শুরু হয়েও বন্ধ হয়ে গেল বাংলা ধারাবাহিকের শ্যুটিং। প্রযোজক, আর্টিস্টস ফোরাম, ভেন্ডর ও চ্যানেল কর্তৃপক্ষের অভিযোগ, ফেডারেশনের চাপেই শ্যুটিং বন্ধ করা হয়েছে। যদিও সমস্যা কাটিয়ে কাল ফের শ্যুটিং শুরু করা যাবে বলে আশায় প্রযোজক ও কলাকুশলীরা। তবে এনিয়ে মন্তব্যে নারাজ ফেডারেশন।
WB News Live Updates: দিল্লিতে তৎপর রাজ্যপাল
আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণের পরেই দিল্লিতে তৎপর রাজ্যপাল। পরপর দুই কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। সংবিধান বহির্ভূত কাজ, কটাক্ষ তৃণমূলের। সবেতেই বিরোধিতা, পাল্টা বিজেপি।
West Bengal News Live Updates: শোভন চট্টোপাধ্যায়কে উচ্ছেদ নোটিস
শোভন চট্টোপাধ্যায়কে উচ্ছেদ নোটিস পাঠালেন শ্যালক শুভাশিস দাস। সূত্রের খবর, নোটিসে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করে দিতে হবে। আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিসে শোভন-শ্যালক দাবি করেছেন, টেনেন্সি অ্যাক্টে অনুযায়ী কোনও চুক্তি না থাকায় ওই ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে রেখেছেন শোভন চট্টোপাধ্যায়। ৭ দিনের মধ্যে ফ্ল্যাট খালি না করলে মামলা রুজুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই নোটিসে। প্রামাণ্য নথি রয়েছ। যথা সময়ে আদালতে জমা দেব, জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।