'পুলিশের শীর্ষ পদাধিকারীদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে', মুখ্যমন্ত্রীকে ট্যুইট ধনকড়ের
সংবিধান অনুসারে আমার সহযোগিতা আপনি পাবেন বলেও মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে লেখেন রাজ্যপাল
কলকাতা: পুলিশের শীর্ষ পদাধিকারীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে ধনকড় বলেন, ‘এঁদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে। হিসেব নিলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।’
Have been constrained to respond to the hurtful and unwarranted observations @MamataOfficial yesterday. Reiterated my stance to CM to shun baggage of yesterday and work for betterment of people. Assured of full cooperation in all endeavors Constitution delineates for us.(1/3) pic.twitter.com/HQUMuA9KrB
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 28, 2020
গতকাল প্রধানমন্ত্রীর সামনে করা মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এই চিঠি করা হয়েছে। রাজ্যপাল বলেন, ‘গতকাল মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে আমি অবাক। এই মন্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। যে পদে আপনি আছেন, তাতে এমন কিছু অনভিপ্রেত। আপনি আগে এমন কিছু আমাকে জানাননি। এমন মতামতের কোনও ভিত্তি নেই।
Indicated that Police @MamataOfficial have finger in every pie-this does not augur well for democracy. Governance in State is Police Driven. Time to take note of fiscal empowerment of those in police in positions of authority and it will be an eye opener, as many assert. (2/3) pic.twitter.com/Pm46rvsMFF
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 28, 2020
চিঠিতে ধনকড় আরও বলেন, আমি যা বলেছি, তা মানুষের মঙ্গলের জন্য। রাজনীতিতে আমার আগ্রহ নেই। আমার সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে আমি আগ্রহী। আমার পরামর্শে আপনার নীরবতার সঙ্গে অমিল সংবিধানের।’ পাশাপাশি, সংবিধান অনুসারে আমার সহযোগিতা আপনি পাবেন বলেও মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে লেখেন রাজ্যপাল।
Reminded @MamataOfficial that in performance of constitutional duties shall never be daunted. Have confined to constitutional prescriptions while CM practised ‘constitutional distancing’, and making my role as Governor/Chancellor dysfunctional. Hopeful of positive response(3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 28, 2020