Top Entertainment News Today: প্রসেনজিতের 'দশম অবতার' নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? মিমির বলিউড ছবির ট্রেলার প্রকাশ্যে, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: আজ রেড রোডের পুজো কার্নিভালে আমন্ত্রণ ছিল তাঁর। সদ্য মুক্তি পাওয়া ছবির ব্যস্ততা সামলে, এখানে পৌঁছেও গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশে বসে, বাঙালি সাজে দেখেছেন গোটা অনুষ্ঠান। মঞ্চ থেকে অনুভব করেছেন, নতুন ছবি নিয়ে অনুরাগীদের উন্মাদনাও। আর, তাঁর নতুন ছবি 'দশম অবতার' নিয়ে কী বলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই কথা ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পোস্ত (Posto)-র স্মৃতি ফেরাল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নতুন ছবি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) হাত ধরে তিনি যে বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে মুক্তির তারিখও। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ও প্রথম গানও। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? একনজরে দেখে নিন বিনোদনের সারাদিন
'রক্তবীজ'-এর গল্প বলার নেপথ্য নারীরা...
এই থ্রিলারের নেপথ্যে রয়েছে তিন নারীর গল্প। পুজোয় মুক্তি পাওয়া যে ছবিটি বক্সঅফিসে প্রশংসিত হয়েছে, তার নেপথ্যে রয়েছেন তাঁরা। নন্দিতা রায় (Nandita Roy), শর্বরী ঘোষাল (Sarbari Ghoshal) ও জিনিয়া সেন (Zinia Sen)। প্রথমজন পরিচালক, দ্বিতীয় ও তৃতীয়জন চিত্রনাট্য লেখিকা। তাঁদের হাত ধরেই পর্দায় থ্রিলারের জাল বুনেছে 'রক্তবীজ' (Roktobeej)। পুজোয় প্রথম থ্রিলার ঘরানায় পা রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 'রক্তবীজ' (Roktobeej) তৈরি হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে। আর এই ছবিতে, দুই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। বাস্তব ঘটনাকে নিয়ে তৈরি এই থ্রিলার, বক্সঅফিসে বাকি ৩ ছবিতে যে কড়া টক্কর দিচ্ছে, তা বলাই যায়। 'রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও। আর এই ছবি নেপথ্যে রয়েছেন তিন নারী। পরিচালকের আসনের গুরুদায়িত্বে রয়েছেন নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী ও জিনিয়া। তাঁদের কলমেই তৈরি হয়েছে বড়পর্দায় জমাটি এক থ্রিলার। ইতিমধ্যেই, পরিচালক-প্রযোজকেরা জানাচ্ছেন, দর্শকদের এই ছবি নিয়ে উচ্ছ্বাসের কথা। পুজোর পরেই হল ভরিয়ে এই থ্রিলার দেখছেন দর্শকেরা।
'পোস্ত'-র স্মৃতি ফিরিয়ে আনল 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'
পোস্ত (Posto)-র স্মৃতি ফেরাল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নতুন ছবি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) হাত ধরে তিনি যে বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে মুক্তির তারিখও। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ও প্রথম গানও। আগামী মাসের শুরুতেই, ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry)। এই ছবিটির পরিচালনা করছেন শিবপ্রসাদ ও নন্দিতা। তাঁদেরই ছবি 'পোস্ত'-র গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। সদ্য মুক্তি পাওয়া ট্রেলার ও নতুন গানে 'পোস্ত' ছবিটিরই স্মৃতিচারণা। আজ মুক্তি পেয়েছে এই ছবিটির নতুন গান, 'তু হ্যায় জুগনু -তু হ্যায় তারা' (Tu Hai Jugnu Tu Hain Tara)। সেই ছবি দৃশ্যায়ন, আবেগ.. সবকিছুই মনে করিয়ে দেয় পোস্ত ছবির সেই গান, 'জোনাকি.. যায় গোনা কি'। বাংলায় এই ছবিতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), Paran Banerjee (Paran Bandhopadhay)। সেই ছবির গল্প নিয়েই হিন্দিতে তৈরি হবে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'। বাংলায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাঁকে। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। তার মায়ের ভূমিকাতেই দেখা যাবে মিমিকে।
দীপিকা আর অনুষ্কাকে দেখে হুবহু এক অনুভূতি? রণবীরের পুরনো ভিডিও খুঁজে বের করে প্রশ্ন নেটিজেনদের
কর্ণ জোহরের (Karan Johar) শো কফি উইথ কর্ণ (Koffee With Karan)-এ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh) আসার পরেই চর্চায় তাঁদের চ্যাট শো-এর একাধিক অংশ। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, রণবীর-দীপিকার ফ্রেমবন্দি রসায়ন। কর্ণের শো-এ এসে তাঁদের বিয়ের আগে ও পরের সম্পর্কের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। তবে, রণবীরের বলা গল্পের মধ্যে, নেটজেনরা এমন কি পেলেন যা নিয়ে শুরু হল ট্রোলিং! এই শো-তে এসে রণবীর বর্ণনা দিচ্ছিলেন, যখন দীপিকাকে তিনি প্রথম দেখেন, তখন ঠিক কী হয়েছিল? দীপিকাকে প্রথম দেখাতেই কতটা মুগ্ধ হয়েছিলেন রণবীর, সেই কথা অকপটে তুলে ধরেন তিনি। রণবীর বলেন, 'দীপিকার সঙ্গে প্রথম দেখা হওয়াটা আমার এখনও মনে আছে। দরজা খুলে ও ঘরে প্রবেশ করল। একটা ভারি দরজা। সমুদ্রের দিক থেকে একটা হাওয়া এসে দীপিকার চুল উড়িয়ে যাচ্ছিল। সেই হাওয়াই লাগছিল আমার মুখে। একটা সাদা চিকনকারি কুর্তি পরে দীপিকাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আমি হাঁ করে তাকিয়ে ছিলাম ওর দিকে.. আহা.. অপূর্ব।' রণবীরের এই বর্ণনা কর্ণ যখন তারিয়ে তারিয়ে শুনছিলেন, তখন রণবীরের গায়ে হাত রেখে মাথা নিচু করে হাসছিলেন দীপিকা। কিন্তু রণবীরের এই বর্ণনায় হারিয়ে যাওয়ার পাত্র নন নেটিজেনরা। তাঁরা এই বক্তব্যের সঙ্গে মিল খুঁজে পেলেন আরও একটি ভিডিওর!
দিতিপ্রিয়া পরিচয় করালেন নিজের অন্য এক সত্ত্বার সঙ্গে
রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয় এক্কেবারে ছোটবেলা থেকে। বয়সের সঙ্গে সঙ্গে, বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি চিনিয়েছেন নিজের অভিনয়ের জাত। তবে এর পাশাপাশি, আরও গুণ রয়েছে এই অভিনেত্রীর! রঙ তুলিতে, নিজের অনুভূতি প্রকাশ করতে ভালবাসেন নায়িকা। নিজের অনুভূতির সেই ছবি ক্যানভাসই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সোশ্যাল মিডিয়ায় সদ্য নিজের ক্যানভাসের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। রঙ-তুলিতে তিনি কখনও ফুটিয়ে তুলেছেন পাইনের বন, নদী ও অস্ত যাওয়া সূর্যের ছবি। কখনও আবার একটি মেয়ের অবয়ব যার মাথার মধ্যে রয়েছে গোটা বিশ্ব-ব্রহ্মান্ড। ক্যাপশনে দিতিপ্রিয়া লিখেছেন, 'আমি ক্যানভাসের ওপর রঙ দিয়ে রক্তপাত করি।' দিতিপ্রিয়ার এই ছবিতে প্রশংসা করেছেন টলিউডের অনেকেই।
প্রসেনজিতের কাছে 'দশম অবতার' দেখার ইচ্ছাপ্রকাশ মুখ্যমন্ত্রীর
আজ রেড রোডের পুজো কার্নিভালে আমন্ত্রণ ছিল তাঁর। সদ্য মুক্তি পাওয়া ছবির ব্যস্ততা সামলে, এখানে পৌঁছেও গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশে বসে, বাঙালি সাজে দেখেছেন গোটা অনুষ্ঠান। মঞ্চ থেকে অনুভব করেছেন, নতুন ছবি নিয়ে অনুরাগীদের উন্মাদনাও। আর, তাঁর নতুন ছবি 'দশম অবতার' নিয়ে কী বলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই কথা ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রেড রোডের কার্নিভালে আজ অংশ নিয়েছিল ৯৬টি পুজো কমিটি। সুসজ্জিত প্রতিমা নিরঞ্জনের পথে যেতে যেতে যেন দিয়ে গেল উৎসব শেষের বার্তা। মঞ্চে দেখা হতেই, প্রসেনজিৎকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী। প্রসেনজিৎ বলছেন, 'দিদি ভীষণ খুশি। উনি অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন কিছুদিন। তখন গুমনামি দেখেছেন। আমায় আজ বললেন, 'নেতাজীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছো। আমি এতদিন দেখিনি। অসুস্থ ছিলাম বলে দেখলাম এখন। দশম অবতার নিয়েও অনেক কথা শুনছি। ছবিটা দেখার ভীষণ ইচ্ছা রয়েছে। অনেক সংলাপ হিট করেছে।'