এক্সপ্লোর
Advertisement
স্বাধীনতা ঘোষণা করেন মুজিবর নন, জিয়াউর রহমান! ভিডিও নিয়ে ক্ষোভ, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, দাবি বাংলাদেশের
ঢাকা: দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবর রহমান নন, ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বাংলাদেশের সামরিক শাসক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এমনই দাবি করা হয়েছে একটি ভিডিওতে। প্রায় ১৪ মিনিটের ভিডিওটি প্রথম পোস্ট করা হয় পাকিস্তান অ্যাফেয়ার্স নামে এক ফেসবুক পেজে। সেটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে ঢাকার পাকিস্তানি মিশন। এর তুমুল প্রতিবাদ করেছে ক্ষুব্ধ বাংলাদেশ।
বাংলাদেশের সচিব (দ্বিপাক্ষিক সম্পর্ক) কামরুল আহসান পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকিকে তলব করে 'কড়া ভাষায় লেখা প্রতিবাদপত্র' দিয়েছেন। পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, দাবি বাংলাদেশের।
বাংলাদেশ বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, অসত্ উদ্দেশ্যে তৈরি বিভ্রান্তিকর ভিডিওটির জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমা প্রার্থনা করুক পাকিস্তান। ঢাকার পাক হাইকমিশনের ফেসবুক পেজ থেকেও সেটি সরানো হোক। পাকিস্তানের বারংবার কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক মার খাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ। ভিডিওটি সরিয়ে দিয়েছে পাকিস্তানি মিশন।
আহসান পাক দূতকে বলেন, বারবার আপত্তি করা সত্ত্বেও পাকিস্তান ও তার নানা এজেন্সির বাংলাদেশ বিরোধী নোংরা প্রচার বন্ধ হয়নি, ঢাকা এতে গভীর ভাবে মর্মাহত। পাক দূত ঘটনাটি 'উদ্দেশ্যপ্রনোদিত নয়' জানিয়ে 'ক্ষমা চেয়েছেন' বলে দাবি আহসানের।
তিনি বলেন, ইতিহাস ইতিহাসই। প্রোপাগান্ডা চালিয়ে কেউ তা খারিজ করতে পারে না।
বাংলাদেশের প্রতিবাদপত্রে বলা হয়েছে, মুজিবর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, এটা চরম মিথ্যা, ঐতিহাসিক সত্যের বিকৃতি।
প্রসঙ্গত, বাংলাদেশে ১৯৭১ এর যুদ্ধাপরাধের বিচার ও সেসময় পাক সেনার শরিক হওয়া বাংলাদেশি যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তান বারবার আপত্তি করেছে। পাল্টা বাংলাদেশও পাক দূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। গত কয়েক বছরে এ নিয়ে সম্পর্কের অবনতি হয়েছে দু দেশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement