এক্সপ্লোর
Advertisement
গর্ভবতী বান্ধবীকে মারধর করার অভিযোগে ১০ সপ্তাহের জেল সিঙ্গাপুর নিবাসী ভারতীয় বংশোদ্ভূতের
সিঙ্গাপুর : সন্তানসম্ভবা বান্ধবীর উপর দৈহিক অত্যাচার করার জন্য দশ সপ্তাহ জেল হল এক ভারতীয় বংশোদ্ভূতের। মহাম্মদ মুস্তাফা নামের ওই ব্যক্তিকে এই সাজা দেয় সিঙ্গাপুরের জেলা আদালত। ওই ব্যক্তির বিরুদ্ধে গর্ভবতী বান্ধবীকে আঘাত করা ছাড়াও, রাস্তায় নিয়মভাঙা ও মারামারি করারও অভিযোগ আছে।
বিচারক ম্যাথিউ জোসেফ মুস্তাফাকে সাজা তো দেনই, উপরন্তু তাঁকে রাগ সম্বরণ করতে না-পারা ও বারবার হিংসাত্মক আচরণের জন্য ভর্ৎসনাও করেন।
২০১৭ সালের ঘটনা। মুস্তাফা বান্ধবীর সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিককে নিয়ে অশান্তি বাঁধায়। রীতিমতো মারধরও করে। সে-সময় বান্ধবী শাহিকা তাঁর সন্তানেরই মা হতে চলেছে। সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানায়, মুস্তাফা তাঁর বান্ধবীকে পা ধরে হিড়হিড় করে টানতে টানতে ঘর থেকে বাইরে বের করে আনে। পরে অবশ্য শাহিকাকে বিয়ে করে মুস্তাফা। সুস্থ সন্তানের জন্মও দিয়েছে শাহিকা।
এরপর গতবছর সিঙ্গাপুরের রাস্তায় গাড়ি চালাতে গিয়ে, অন্য এক গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মুস্তাফা। গাড়ির কাচ ভাঙাভাঙি, কথা কাটাকাটির পর রাগের মাথায় অপর ব্যক্তিকে বেধড়ক মারধরও করে সে।
এইসব ঘটনা শোনার পর বিচারক মুস্তাফাকে তিরস্কার করে বলেন, ‘সিঙ্গাপুরের রাস্তায় কি কোনও আইনকানুন নেই? আর হতে পারে শাহিকা এখন আপনার স্ত্রী, কিন্তু তাতে অপরাধ লঘু হয়ে যায় না।’
সিঙ্গাপুরের আইন অনুসারে আরও গুরুতর শাস্তি হতে পারত মুস্তাফার। কিন্তু সবকিছু বিচার করার পর ১০ সপ্তাহ কারাবাসের সাজাই শোনানো হয় ওই ভারতীয় বংশোদ্ভূতকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement