Madhya Pradesh: শ্বশুরবাড়ির লোককে কাঁধে চাপিয়ে হাঁটতে বাধ্য মহিলা! দেখুন ভিডিয়ো
স্বামীর সঙ্গে বিচ্ছেদ, তারপর পর পুরুষের সঙ্গে প্রেম। অভিযোগ এমনটাই। আর এই সন্দেহের বশে শ্বশুরবাড়ির লোককে কাঁধে চাপাতে হল এক মহিলাকে। শুধু তাই নয়, কাঁধে চাপিয়ে ৩ কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয় তাঁকে।
স্বামীর সঙ্গে বিচ্ছেদ, তারপর পর পুরুষের সঙ্গে প্রেম। অভিযোগ এমনটাই। আর এই সন্দেহের বশে শ্বশুরবাড়ির লোককে কাঁধে চাপাতে হল এক মহিলাকে। শুধু তাই নয়, কাঁধে চাপিয়ে ৩ কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয় তাঁকে।
মধ্য়প্রদেশের গুনা জেলার সাগাই এবং বাঁশখেদি গ্রামের মধ্যবর্তী এলাকার ঘটনা। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল নেট দুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে কাঁধে চাপিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন ওই মহিলা। পিছন পিছন হাঁটছেন বেশ কয়েকজন যুবক। মহিলাকে খোঁচানোর জন্য যাদের হাতে লাঠি, ব্যাট রয়েছে। তারা রাস্তায় যেতে যেতে ওই মহিলাকে নিয়ে রঙ্গ-তামাশা করে চলেছে । স্বাভাবিকভাবেই এই ধরণের মানসিকতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় নিন্দায় সরব হয়েছেন অনেকেই।
জানা গিয়েছে এই ঘটনায় পুলিশ ইতিমধ্য়েই মামলা দায়ের করেছে। ঘটনায় ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে।