এক্সপ্লোর
Advertisement
সন্ত্রাসবাদী যোগ, জামাত-ঘনিষ্ঠ গোষ্ঠীর রাজনৈতিক দলের স্বীকৃতির আর্জি খারিজ পাক নির্বাচন কমিশনের, ধাক্কা খেলেন সঈদ
ইসলামাবাদ: পাকিস্তানের সংসদীয় রাজনীতিতে নামার চেষ্টা ব্যর্থ হাফিজ মহম্মদ সঈদের। ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলার মস্তিষ্ক সঈদের নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়া ঘনিষ্ঠ মিল্লি মুসলিম লিগ রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি চেয়ে যে আবেদন করেছিল, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে তাদের যোগসূত্রের প্রসঙ্গ টেনে তা বাতিল করে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন।
নির্বাচনে অংশ নেওয়ার জন্য কমিশনের কাছে রাজনৈতিক দলের স্বীকৃতি চেয়েছিল মিল্লি। শুনানির সময় মিল্লিকে পাক অভ্যন্তরীণ মন্ত্রকের অনুমোদন জোগাড় করে নিয়ে আসতে বলে কমিশন। কিন্তু অভ্যন্তরীণ মন্ত্রক এক চিঠিতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক থাকার কারণ দেখিয়ে মিল্লিকে রাজনৈতিক দলের স্বীকৃতি দিতে বারণ করে কমিশনকে। সেইমতো কমিশন মিল্লির আর্জি নাকচ করে দেয়।
পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার সর্দার রাজা খান বলেন, অভ্যন্তরীণ মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, মিল্লির পিছনে মদত আছে নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির।
গত মাসেই এক দীর্ঘ চিঠিতে অভ্যন্তরীণ মন্ত্রক নির্বাচন কমিশনকে জানায়, মিল্লির সঙ্গে সম্পর্ক আছে সঈদের, যাঁর ১ কোটি মার্কিন ডলার মাথার দাম ঘোষণা করেছে আমেরিকা। সুতরাং ওদের স্বীকৃতি যেন দেওয়া না হয়।
সঈদের জামাত-উদ-দাওয়াকে ২০১৪-র জুনেই বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন করে আমেরিকা।
শুনানির সময় মিল্লির কৌঁসুলি রাজনৈতিক দলের স্বীকৃতির দাবিতে কমিশনে সওয়াল করেন, তারা যাবতীয় আইনি প্রক্রিয়া মেনেই আবেদন করেছে।
আগস্টে তৈরি হওয়ার পরই মিল্লি কমিশনের কাছে রাজনৈতিক দলের স্বীকৃতি চায়। তবে অভ্যন্তরীণ মন্ত্রক কমিশনকে চিঠি লিখে বলে, পর্যাপ্ত প্রমাণ রয়েছে, লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের আদর্শ একই, এবং এরা পরস্পরের সহযোগী।
পত্রে মন্ত্রক কমিশনের সরকারি চিঠিপত্র উল্লেখ করে দাবি করে, মিল্লির প্রেসিডেন্ট সইফুল্লা খালিদই বলেছে, সে ও সঈদ আদর্শগত দিক থেকে পরস্পরের সঙ্গে জড়িত তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement