Prophet Comment Row : মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করল কুয়েতের সুপারমার্কেট
Kuwaiti supermarket : "Islamophobic"- মন্তব্যের প্রতিবাদে অল-আর্দিয়া কো-অপারেটিভ সোসাইটির কর্মীরা ভারতীয় চা স্তূপ করে রাখেন ট্রলিতে।
কুয়েত শহর : সাসসেন্ড হওয়া বিজেপি মুখপাত্রের (BJP Spokesperson) মহম্মদকে নিয়ে মন্তব্যের জের। বিশ্বের একাধিক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে প্রতিবাদ। তাক থেকে ভারতীয় পণ্য নামিয়ে দিল কুয়েতের সুপারমার্কেট (Kuwait Super Market)। অন্যদিকে, এই বিতর্কের আবহে মধ্য-প্রাচ্যের দেশ হিসবে ভারতীয় দূতকে (Indian Ambassador) ডেকে পাঠাল ইরান।
"Islamophobic"- মন্তব্যের প্রতিবাদে অল-আর্দিয়া কো-অপারেটিভ সোসাইটির কর্মীরা ভারতীয় চা স্তূপ করে রাখেন ট্রলিতে। নরেন্দ্র মোদির দলের একজন মুখপাত্রের মন্তব্যকে একযোগে ধিক্কার জানিয়েছে সৌদি আরব, কাতার ও এই এলাকার অন্যান্য দেশগুলি।
এর পাশাপাশি প্রতিবাদ জানায় কাইরোর অল আজহার বিশ্ববিদ্যালয়। কুয়েত শহরের বাইরে সুপার মার্কেটে চালের বস্তা, মশলা ও মরিচের তাকগুলো প্লাস্টিকের চাদরে ঢেকে ফেলা হয়। আরবিতে লেখা: "আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি"।
সংবাদ সংস্থা এএফপি-কে স্টোরের সিইও নাসির অল মুতাইরি জানান, কুয়েতি মুসলিম হিসেবে আমরা মহম্মদের অপমান সহ্য করব না। চেনের এক আধিকারিক জানিয়েছেন, সংস্থার সর্বত্র বয়কটের বিষয়ে ভাবনা চিন্তা করা হয়েছে।
সম্প্রতি বিজেপির সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মার মহম্মদের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক নিয়ে মন্তব্যে বিতর্ক ছড়ায়। গত সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলে তাঁর এই মন্তব্যের পর অশান্তি শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্রকে গ্রেপ্তারির দাবি ওঠে। এদিকে এই ইস্যুতে অন্যান্য মুসলিম রাষ্ট্র ক্ষোভ ছড়ায়। এই পরিস্থিতিতে চাপে পড়ে বিজেপি নূপুর শর্মাকে সাসপেন্ড করে। তাঁর বক্তব্য দলীয় অবস্থানের বিরুদ্ধে বলে গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়। এদিকে নূপুর বলেন, যদি আমার মন্তব্য কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে আমি নিঃশর্তে আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।
এদিকে "Islamophobic"-মন্তব্যের জন্য ভারত যাতে ক্ষমা চাই, সেই দাবি জানায় কাতার। কাতার ও কুয়েতের পথ অনুসরণ করে ইরানও সে দেশে থাকা ভারতীয় দূতকে ডেকে পাঠায়।