Covid News: কমছে সংক্রমণ, কোভিড লাগাম তুলল পূর্ব ইউরোপের দেশটি
Covid News: বুধবার থেকে রোমানিয়ায় উঠে গেল যাবতীয় কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। আলগা করা হল যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপও।
বুখারেস্ট: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝেই পূর্ব ইউরোপে (east europe) সুখবর। এই সুখবর অবশ্য কোভিড (covid) সংক্রান্ত। বুধবার থেকে রোমানিয়ায় (romania) উঠে গেল যাবতীয় কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। আলগা করা হল যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপও। পূর্ব ইউরোপের এই দেশটিতে পা রাখলেই এতদিন দেখাতে হতো ডিজিটাল কোভিড টিকা শংসাপত্র (certificate)। অথবা দেখাতে হতো নেগেটিভ কোভিড রিপোর্ট। সেসব কিছুই আর প্রয়োজন হবে না।
এছাড়াও কোভিড রুখতে যা যা সতর্কতা (covid restriction) অবলম্বন করা হয়েছিল। যা যা কোভিড বিধি পালন করা শুরু হয়েছিল। সবকটিই তুলে নিয়েছে রোমানিয়া সরকার। ২০২০ সালের মে মাস থেকে শুরু হয়েছিল ওই কোভিড বিধি।
সরকারের তরফে জানানো হয়েছে, বিধি তুলে নিলেও বেশ কিছু পদক্ষেপ এখনও করা হবে। যাঁরা এখনও রোমানিয়ায় ঢুকবেন, তাঁদের পিএলএফ বা প্যাসেঞ্জার লোকেশন ফর্ম (Passenger Location Form) পূরণ করতে হবে। যদিও রোমানিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই সিউকা (nicolae ciuca) জানিয়েছেন এখনও কোভিড ভাইরাস সম্পূর্ণ ভাবে চলে যায়নি। ফলে বিধি উঠলেও সতর্কতা অবলম্বন করতেই হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।
সেদেশের স্বাস্থ্যমন্ত্রী আলেজান্দ্রো রাফিলা (alexandru rafila) জানিয়েছেন, দেশ থেকে যাবতীয় কোভিড বিধি উঠে গেলেও এখনও সবাইকে মাস্ক পরতেই হবে। বিশেষ করে ভিড় জায়গা (crowded open space) বা বদ্ধ জায়গায় (enclosed spaces) পরতে হবে মাস্ক। একই নিয়ম থাকবে গণপরিবহনের (public transportation) ক্ষেত্রেও।
গত ২৪ ঘণ্টায় রোমানিয়ায় নতুন করে কোভিড সংক্রামিত হয়েছেন ৪ ১৭৬ জন। কোভিড সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৬২ জন। এখনও হাজার চারেকের উপর নাগরিক কোভিড আক্রান্ত হয়ে সেদেশের হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: ব্যর্থ লড়াই, মারা গেলেন শূকরের হৃৎপিন্ড প্রতিস্থাপিত হওয়া বিশ্বের প্রথম ব্যক্তি
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )