এক্সপ্লোর
Advertisement
ভিডিও ভাইরাল: হাত থেকে পড়ে গেল কফির কাপ, নিজেই পরিষ্কার করলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: গত সোমবারের ঘটনা। একজনের সঙ্গে কথা বলতে বলতে পার্লামেন্টে ঢুকছিলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। হাতে একটা কফির কাপ। দরজা পেরিয়ে ঢোকার সময় ধাক্কা লেগে কফির কাপটি পড়ে যায়। তারপর মেঝেতে পড়ে যাওয়া কফি নিজেই পরিষ্কার করলেন তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, কফি পড়ে যাওয়ায় দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান প্রধানমন্ত্রী। হাতে থাকা ফাইল ডেস্কে রেখে কোনওরকম ইতস্তত না করেই পড়ে যাওয়া কফি পরিষ্কার করার কাজে হাত লাগান রুট। তিনি একটা ঝাড়ু চান। সামনে দাঁড়িয়ে থাকা কর্মী ঝাড়ু নিয়ে নিলে তাঁর হাত থেকে সেটি নিয়ে নিজেই সাফাইয়ের কাজে হাত লাগান তিনি।
এত কিছু যে ঘটেছে তা প্রথমে জানতেই পারেননি সাফাই কর্মীরা। খবর পেয়েই তাঁরা ছুটে আসেন। কিন্তু রুট ততক্ষণে পরিষ্কার করে ফেলেছেন জায়গাটা। হাসি মুখেই এই কাজ করেন তিনি। সাফাই কর্মীরা হাততালি দিয়ে তাঁর এই কাজকে স্বাগত জানান। রুট জানতে চান,জঞ্জাল ফেলার ঝুড়ি রয়েছে কিনা।
রুটের এই কাজ নেদারল্যান্ডে বড় কোনও বিষয় নয়। এ ধরনের খবর প্রকাশের জন্য ডাচ নাগরিকদের একাংশ সংবাদমাধ্যমকে দুষেছে। তাঁরা বলছেন, এটা কোনও খবর হল! এভাবে কোনও জায়গা নোংরা হয়ে গেলে তা পরিষ্কার করে দেওয়াই তো স্বাভাবিক। এতে এত শোরগোলের কী আছে!
যদিও রুটের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement