Sperm Donor: ৮৭ সন্তানের বাবা, প্রত্যেক দেশেই একটি করে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে এই ব্যক্তির
US Sperm Donor: এই বছরের শেষ দিকেই তিনি ১০০ সন্তানের জনক হয়ে উঠবেন। আর তিনি ছাড়া এর আগে আরও ৪ জন এভাবে রেকর্ড গড়েছেন, এবার সেই গ্রুপে নাম লেখাবেন কাইল গর্ডিও।

Viral News: এই ব্যক্তির নাম কাইল গর্ডি, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পার্ম ডোনর তিনি। প্রায় ১০০ সন্তানের পিতা হতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলসের এই বাসিন্দা বিনামূল্যে সন্তানধারণে ইচ্ছুক মহিলাদের সাহায্য করে থাকেন। যে সমস্ত মহিলাদের গর্ভধারণে (Sperm Donor) সমস্যা হচ্ছে, তাদের সহায়তা করেন কাইল গর্ডি। এর মাধ্যমেই একে একে ৮৭ সন্তানের বাবা হয়েছেন তিনি। 'বি প্রেগন্যান্ট নাও' ওয়েবসাইটের মাধ্যমে (Viral News) এই বিনামূল্যে শুক্রাণু দানের কাজ করেন এই ব্যক্তি, এমনটাই জানা গিয়েছে নিউইয়র্ক পোস্ট সংবাদপত্রে।
তিনি সম্প্রতি বুঝতে পেরেছেন যে এই বছরের শেষ দিকেই তিনি ১০০ সন্তানের জনক হয়ে উঠবেন। আর তিনি ছাড়া এর আগে আরও ৪ জন এভাবে রেকর্ড গড়েছেন, এবার সেই গ্রুপে নাম লেখাবেন কাইল গর্ডিও। সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড, স্কটল্যান্ড থেকে ইতিমধ্যেই ১৪টি শুক্রাণু দানের অনুরোধ এসেছে তাঁর কাছে। এই অভিযান সম্প্রতি শুরু করতে চলেছেন কাইল।
তিনি নিজেকে 'স্পার্ম ডোনেটিং'-এর সিইও মনে করেন। যে সমস্ত মহিলারা একটি সন্তানের অভাবে ভালভাবে সংসার করতে পারছেন না, তাদের সহায়তা করেন কাইল, তাও সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের ১০০ জৈবিক সন্তানের রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছেন তিনি। যদিও কাইল গর্ডি নামের এই ব্যক্তি কোনো সীমা নির্ধারণ করেননি, তবে জানিয়েছেন যেদিন তাঁর পরিষেবা আর প্রয়োজন হবে না কারও, ততদিন পর্যন্ত এই কাজ করে চলবেন তিনি। জাপান, আয়ারল্যান্ড এবং কোরিয়ার মত দেশেও তাঁর ঔরসে সন্তান জন্মাক, চান কাইল। তিনি বলেন, 'আমি এখনও পর্যন্ত এই দেশগুলিতে স্পার্ম ডোনেট করার জন্য যাইনি। কে বলতে পারে ২০২৬-এর মধ্যে বিশ্বের প্রতিটি দেশেই আমার একজন করে সন্তান থাকবে কিনা'।
এত বিপুল সন্তানের পিতা হওয়া সত্ত্বেও মি. কাইল গর্ডি দাবি করেন যে তিনি আদপেই প্রেম খুঁজে পাননি। তাঁর এই স্পার্ম ডোনেশনের কাজকেই মূলত এর জন্য দায়ী করেছেন তিনি। কাইল গর্ডি তবু আশাবাদী যে ২০২৫-২৬-এর এই স্পার্ম ডোনেশন ট্যুরের সময় হয়ত কোনো সত্যিকারের প্রেম খুঁজে পাবেন কাইল। তিনি জানান, 'আমার স্ত্রী যদি আইরিশ হন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার কাছে একজন ডাবলিন থেকে এসেছিলেন শুক্রাণুর জন্য, আমি জানি সেখানেও আমার একটি পরিবার আছে'।
আরও পড়ুন: Mahakumbh 2025: নিমের দাঁতন বেচেই ৪০ কোটি আয় হবে ! মহাকুম্ভে গিয়ে 'ব্যবসা' ফাঁদছে এই যুবক ?






















