এক্সপ্লোর
Cardless Cash Withdrawal: দিনে তোলা যাবে সর্বোচ্চ ১০,০০০ টাকা, এবার কার্ডলেস লেনদেন সব এটিএমে
Cardless Cash Withdrawal:
1/10

এবার থেকে দেশের সব এটিএম (ATM) থেকে ডেবিট কার্ড (Debit Card) ছাড়াই তোলা যাবে টাকা। শুক্রবার বছরের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি (RBI Monetary Policy) নিয়ে এমনই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
2/10

৬ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষের মুদ্রানীতি নিয়ে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তিন দিনের এই বৈঠকে দেশের আর্থিক অবস্থার ওপর চলে সার্বিক মূল্যায়ন। এদিন সেই মূল্যয়নের ওপর নির্ভর করে দেশের মুদ্রানীতির ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস।
Published at : 08 Apr 2022 04:50 PM (IST)
আরও দেখুন






















