এক্সপ্লোর
Union Budget 2022: হালুয়া উৎসব বাতিল, অ্যাপেই পড়তে পারবেন সব ঘোষণা, এবার বাজেটে আর কী কী বদল

এবার বাজেটে আর কী কী বদল
1/10

দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত কাটতে না কাটতেই তৃতীয় তরঙ্গের ধাক্কা। এবার বাজেটে অর্থনীতি ও রাজকোষের হাল ফেরানোর দিকে লক্ষ্য থাকবে সরকারের আশা করাই যায়। সেই সঙ্গে পাখির চোখ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট।
2/10

গত বছরও বাজেটের বহি-খাতা প্রথা ভেঙে ট্যাব হাতে সংসদে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী সীতারমন। এবারও তাই দেখা যাবে।
3/10

এবার বাজেট হতে চলেছে এক্কেবারেই পেপারলেস। আরও বেশি করে ডিজিট্যাল হতে চলেছে ২০২২-২৩ এর কেন্দ্রীয় বাজেট।
4/10

এবার বাজেট পেশ হয়ে যাওয়ার পর অ্যাপ থেকে নামিয়ে তথ্য জানতে পারবেন যে কেউ। তৈরি করা হয়েছে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ । হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই উপলব্ধ এই মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে।
5/10

অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) এর অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ।
6/10

তবে বাজেটের বিবরণ যাতে ফাঁস না হয় তা নিশ্চিত করার জন্য, জড়িত কর্মকর্তাদের জন্য একটি "লক-ইন" সময়কাল রয়েছে, যা ইতিমধ্যেই শুরু হয়েছে।
7/10

সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরেই এই কর্মকর্তা ও কর্মীরা তাদের কাছের এবং প্রিয়জনদের সংস্পর্শে আসবেন ।
8/10

অর্থ মন্ত্রক প্রতি বছর নর্থ ব্লকের বেসমেন্টে তার সদর দফতরে আয়োজন করে "হালুয়া অনুষ্ঠান"। কর্মকর্তাদের "লক ইন" সময়কালের সূচনাকালেই হয় এই মিষ্টিমুখ ৷ অর্থমন্ত্রী বিরাট কড়া থেকে মিষ্টি পরিবেশন করেন।
9/10

এবার করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছে, ঐতিহ্যবাহী হালুয়া-অনুষ্ঠান ( Halwa Ceremony) । বদলে হয়েছে মিষ্টি খাওয়া। (প্রতীকী ছবি)
10/10

দিল্লিতে অতিমারী পরিস্থিতির কথা চিন্তা করে এই বছর প্রথমবার কেন্দ্রীয় বাজেটের আগে ঐতিহ্যবাহী "হালুয়া অনুষ্ঠান" বাতিল করা হল।
Published at : 29 Jan 2022 03:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
