Income Tax New Rule: নতুন আইনে আয়করের আওতায় থাকছে এগুলিও
By : abp ananda | Updated at : 31 Mar 2022 12:41 PM (IST)
ফাইল চিত্র
1/9
২০২২ সালের পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ আর্থিক বর্ষ। এবার থেকে আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন হচ্ছে।
2/9
আগামী অর্থবর্ষে আয়কর আইনে যা যা বদল হচ্ছে, তার প্রভাব পড়বে আপনার আয়ের উপরেও। কী কী নতুন নিয়ম জানা থাকলে, প্রথম থেকেই পরিকল্পনা করা যাবে।
3/9
আগামী অর্থবর্ষের কথা ভেবে কর বাঁচানোর জন্য এখন থেকেই নজর রাখতে হবে নয়া নিয়মের (new rule) উপর। সেগুলি কী নিয়ম? দেখে নেওয়া যাক।
4/9
করের আওতায় এসেছে ডিজিটাল সম্পত্তি। ২০২২ সালের বাজেটেই সেই নিয়মের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভার্চুয়াল বা ডিজিটাল সম্পত্তি যেমন ক্রিপ্টোকারেন্সি বা এনএফটি থেকে আয়ের উপর ৩০ শতাংশ আয়কর বসেছে।
5/9
বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। কোনও ব্যক্তির একাধিক ক্রিপ্টোকারেন্সি থাকলে কোনও একটিতে লাভ, কোনও একটিতে ক্ষতি হতেই পারে। তাহলেও লাভ মিলবে না নয়া আইনে।
6/9
একটি ক্রিপ্টোকারেন্সির ক্ষতি দিয়ে অন্য আর একটি ক্রিপ্টোকারেন্সির আয় ভারসাম্য করা যাবে না। যে ক্রিপ্টোকারেন্সি থেকে যতটা লাভ হবে ততটার উপরেই কর দিতে হবে।
7/9
নির্দিষ্ট শর্ত মেনে পিএফের উপরেও বসছে কর। পয়লা এপ্রিল থেকে আয়করের নতুন আইন চালু করছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত পিএফ অ্যাকাউন্টে রাখলে তা করমুক্ত। কিন্তু তার চেয়ে বেশি টাকা রাখলে সেখান থেকে পাওয়া সুদের উপর কর বসানো হবে।
8/9
নয়া আইনে কোভিড চিকিৎসার জন্য টাকা নেওয়া হলে তাতে করছাড় দেওয়া হবে। কোভিডে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবার যে ক্ষতিপূরণ পাবে তাতে দশ লক্ষ টাকা পর্যন্ত করছাড় থাকবে যদি মৃত্যুর ১২ মাসের মধ্যে ওই ক্ষতিপূরণ পাওয়া যায়। ২০২০ সালের পয়লা এপ্রিল থেকে এই হিসেব হবে।
9/9
বিশেষভাবে সক্ষম কোনও ব্যক্তির অভিভাবক ওই ব্যক্তির জন্য বিমা (insurance) নিতে পারেন। সেটি করছাড়ের আওতায় পড়বে। নতুন অর্থবর্ষ থেকে রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা 80CCD(2) ধারার অধীনে NPS-এর জন্য করছাড়ের আবেদন করতে পারবেন।