এক্সপ্লোর
Job Tips: চাকরি-আবেদনে কভার লেটার প্রয়োজন? কী কী মাথায় রাখবেন?
Job Application: অনেক চাকরির আবেদনেই কভার লেটার লিখতে হয়। নিয়োগকারী সংস্থার প্রাথমিক বাছাইয়ের তালিকায় ঢুকতে গেলে সেটা জরুরি।
নিজস্ব চিত্র
1/8

ফ্রেশার হোন বা অভিজ্ঞ। চাকরির বাজারে ভাল চাকরি পাওয়ার জন্য ২টি জিনিস ভাল করে তৈরি করা প্রয়োজন। একটি হল CV, অন্যটি কভার লেটার।
2/8

অনেক চাকরিতেই কভার লেটার লিখতে হয়। নিয়োগকারী সংস্থার প্রাথমিক বাছাইয়ের তালিকায় ঢুকতে গেলে সেটা জরুরি। সেটা কীভাবে লেখা হবে, কী কী নজরে রাখতে হবে সেগুলি।
Published at : 11 Jun 2023 02:50 PM (IST)
আরও দেখুন






















