এক্সপ্লোর
Elections 2023:বহু পিছিয়ে কংগ্রেস, বিজেপি কর্মীদের উদযাপন শুরু রাজস্থানে
BJP Celebration Mood In Rajasthan:বেলা ১২টা পর্যন্ত যা পরিসংখ্য়ান, তাতে রাজস্থানে ১১৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৮টি আসনে। ইতিমধ্যে জয় উদযাপন শুরু বিজেপি কর্মী-সমর্থকদের।
বহু পিছিয়ে কংগ্রেস, বিজেপি কর্মীদের উদযাপন শুরু রাজস্থানে
1/7

আজ ৪ রাজ্যে বিধানসভা ভোটের ফলগণনা। সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। আর এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ৩ রাজ্যে রীতিমতো স্বস্তিতে গেরুয়া শিবির। বিশেষত মরুরাজ্যে তাদের ক্ষমতায় আসা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে উদযাপনও শুরু হয়েছে দলীয় কর্মী-সমর্থকদের।
2/7

ফলঘোষণা হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু জয়ের পথ প্রশস্ত হতেই রাজস্থানের দিকে দিকে রাস্তায় নেমে পড়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। জয়পুরের দলের সদর দফতরে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ তোমরও।
Published at : 03 Dec 2023 12:14 PM (IST)
আরও দেখুন






















